বেইজিংয়ে এশীয় সভ্যতার সংলাপ সম্মেলনের ৬টি শাখা ফোরামে প্রতিনিধিদের মন্তব্য প্রকাশ
  2019-05-16 15:36:03  cri
মে ১৬: এশীয় সভ্যতার সংলাপ সম্মেলনের গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে ৬টি সমান্তরাল শাখা ফোরাম গতকাল (বুধবার) বিকেলে বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। হাজার হাজার দেশি-বিদেশি অতিথি এশীয় দেশগুলোর দেশ প্রশাসনের অভিজ্ঞতা, এশীয় সভ্যতার বৈচিত্র্যতা, সাংস্কৃতিক পর্যটন ও জনগণের বিনিময়, এশীয় সভ্যতা বাঁচিয়ে রাখা ও পালন, বিশ্বের ওপর এশীয় সভ্যতার প্রভাব, পরস্পরের কাছ থেকে এশীয় সভ্যতা সম্পর্কে জানা এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনসহ বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন।

'এশীয় দেশগুলোর দেশ প্রশাসনের অভিজ্ঞতার বিনিময়' শিরোনামে শাখা ফোরামে শাংহাই সহযোগিতা সংস্থার সাবেক মহাসচিব রশিদ আলিমোভ বলেন, বর্তমানে আন্তর্জাতিক সম্পর্ক গভীর সংস্কারের সময়ে রয়েছে। এশিয়ার বিভিন্ন সভ্যতার মধ্যে সংলাপ ও সহযোগিতা বজায় রাখলে পারস্পরিক সমঝোতা ও অগ্রগতিতে অবদান রাখা যাবে এবং যা খুব গুরুত্বপূর্ণ।

'এশীয় সভ্যতার বৈচিত্র্যতা সুরক্ষা' বিষয়ক শাখা ফোরামে চীনের ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের জাতীয় গবেষণালয়ের পরিচালক ছেন লাই মনে করেন, 'ভিন্ন হলেও সমন্বয় ঘটানো' এবং 'মানুষের সঙ্গে ভালো আচরণ করা'সহ চীনের সংস্কৃতি ও ঐতিহ্যের এমন ধরনের চিন্তাধারা সভ্যতার বিনিময় ও পারস্পরিক শিক্ষণ বেগবানের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করতে সক্ষম। (লিলি/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040