সুরের ধারায়--- সুন্দর পুরানো চীনা গান
  2019-05-16 15:09:10  cri



বর্তমান সংগীত বাজারে বিভিন্ন বৈশিষ্ট্যের গান শোনা যায়। এখন নতুন গায়ক আত্মপ্রকাশ করছেন। তবে, বর্তমানে নতুন এসব গান ও গায়কের ভিড়ে কোনো কোনো গায়কের পুরানো কিছু গান বেশ জনপ্রিয় হয়ে রয়েছে। সম্প্রতি চীনা নেট ব্যবহারকারীরা সবচেয়ে জনপ্রিয় পুরানো পপ গান নিয়ে একটি ভোটের আয়োজন করে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে এই তালিকা থেকে কয়েকটি সুন্দর গান শুনবো।

প্রথমে আমরা শুনবো চীনের তাইওয়ানের বিখ্যাত গায়িকা লিন ই লিয়ানের গান 'অন্তত তোমার সঙ্গে আছি'। গানটি ২০০০ সালে প্রকাশিত হয়। এটি একটি সুন্দর প্রেমের গান। গানের কথায় বলা হয়: আমি তোমাকে জড়িয়ে ধরতে চাই, তোমাকে দেখতে চাই, তোমার শরীরে সময়ের চিহ্ন দেখতে চাই, তোমার চুল সাদা হওয়া পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমি বিশ্ব ছেড়ে দিতে পারি, কিন্তু তোমাকে হারাতে পারি না। আমি তোমার সঙ্গে সবসময়ে থাকতে চাই। বন্ধুরা, এখন গানটি শুনি।

পরের গানে আমরা শুনবো গায়িকা লিয়াং চিং রুর গান 'দুর্ভাগ্যবশত, তুমি নেই'। গানটি ২০০৫ সালে প্রকাশিত হয় এবং সে বছর 'গোন্ডেন সুর পুরস্কার' পায়। গানে বলা হয়: কত পরিতাপের বিষয় যে তুমি আমার সঙ্গে শেষ পর্যন্ত গেলে না। আমরা একসঙ্গে এগিয়েছি, তবে মাঝপথে হারিয়ে গেছি। আমরা চেষ্টা করেছি, কিন্তু ফলাফল পরিবর্তন করতে পারিনি। তোমাকে কৃতজ্ঞতা জানাই, আমার হাত ধরেছো, তোমার নম্রতা আমি এখনও অনুভব করতে পারি....... বন্ধুরা, এখন গানটি শুনি।

সুন্দর প্রেমের গান সহজেই মানুষ মনে রাখতে পারে। পরের গানে আমরা শুনবো চীনের খুব জনপ্রিয় একটি প্রেমের গান। গানটির নাম 'ইয়ু চিয়ান' অর্থাত 'মিস করবে'। গানটি ২০০৩ সালে প্রকাশিত হয় আর ২০০৪ সালে এটি ছিল এশিয়ার অন্যতম হিট গান। কেউ জানে না ভালোবাসা কখন আসবে বা 'মিস্টার রাইট' কখন মিস হয়ে যাবে! কিন্তু সবাই আশায় বুক বেঁধে অপেক্ষা করে। বন্ধুরা, এখন গানটি শুনি।

পরের গানে আমরা শুনবো চীনের খুব বিখ্যাত গায়িকা ওয়াং ফেই'র গান 'হোং তৌ' বা 'মসুর ডাল'। চীনা সংস্কৃতিতে 'মসুর ডাল' শব্দ দিয়ে কাউকে মিস করার অর্থ বোঝায়। প্রাচীনকালে চীনারা মসুর ডাল পাঠানোর মাধ্যমে মিস করার অনুভূতি প্রকাশ করত। আর এই গানেও প্রিয় লোককে মিস করার কথা বলা হয়। চলুন গানটি শুনি।

এবারের গানটি চীনের বিখ্যাত গায়িকা ছাই ই লিনের গান 'তাও তাই' বা 'ফিরে আসে'। ছাই ই লিন চীনা পপ ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় একজন গায়িকা। গানের সুর চীনের অন্য একজন বিখ্যাত গায়ক চৌ চে লুনের রচনা। যৌথ সহযোগিতায় গানটি প্রকাশ করার পরই অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। গানের কথায় বলা হয়: আমি তোমার অজুহাত সহ্য করতে করতে ক্লান্ত হয়ে গেছি, তোমার প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে না। অবশেষে বুঝতে পারি, আমাদের ভালোবাসা ফিরে আসবে না।  

এবার আমরা শুনবো চীনা গায়িকা রোং চু আরের গান 'ডানা নাড়া মেয়ে'। গানটি ২০০৩ সালে হংকংয়ে প্রকাশিত হয় এবং দ্রুত চীনের মূলভূভাগেও প্রচলিত ও জনপ্রিয় হয়ে ওঠে। এই গানে একটি মেয়ের পরিণত হওয়ার গল্প বলা হয়। গানে বলা হয়: যখন আমি তরুণ ছিলাম, ভালোবাসা দেখেছি কিন্তু ভালোবাসতে জানতাম না। যখন সে আমাকে ছেড়ে চলে যায়, তখন বুঝতে পারি অন্যের ওপর নির্ভর করতে পারি না। এখন আমি নিজেই উড়তে পারি, আমি আকাশে গান গাই। ঝড় আসলেও কোনো ভয় লাগে না।

অনুষ্ঠানের শেষে আমরা শুনবো গায়িকা ফান ওয়েই ছি'র গান 'প্রারম্ভিক স্বপ্ন'। গানটি একটি বিখ্যাত জাপানি গানের চীনা সংস্করণ। তবে জাপান বা চীনা সংস্করণ যাই হোক না কেন, গানটি লোকদের স্বপ্ন অনুসরণ করতে উৎসাহিত করে। গানের কথায় বলা হয়: প্রারম্ভিক স্বপ্নের হাত ধরে যেতে হবে সবচেয়ে দুর্গম স্থানে। মাঝপথে কি সব ত্যাগ করা যায়?  

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে অথবা বিশেষ কোনো গান শুনতে চাইলে আমাকে সরাসরি ই-মেইল করুন। আমার ই-মেইল ঠিকানা: chengmin@cri.com.cn। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।

(তুহিনা/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040