বিশ্বায়নের প্রেক্ষাপটে এশীয় সভ্যতার নতুন দায়িত্ব নিয়ে বেইজিংয়ে আলোচনা
  2019-05-16 11:35:13  cri
মে ১৬: গতকাল (বুধবার) বিকেলে এশীয় সভ্যতা সংলাপ সম্মেলনের একটি সাবফোরাম বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। সাবফোরামে এশীয় সভ্যতার সমৃদ্ধি এবং বিশ্বায়নের যুগে এ সভ্যতার নতুন দায়িত্ব নিয়ে আলোচনা করেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা।

চীনের জাতীয় বেতার টেলিভিশন ব্যুরোর মহাপরিচালক নিয়ে ছেন সি সাবফোরামে বলেন, হাজার বছরের ঐতিহ্যবাহী এশীয় সভ্যতা অত্যন্ত মূল্যবান। বিভিন্ন বৈশ্বিক সমস্যার সমাধান, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন, এবং মানবজাতির সুন্দর জীবনের আকাঙ্খা বাস্তবায়নে এই সভ্যতা প্রাচ্যের ধারণা উপস্থাপন করে।

সাবফোরামে কম্বোডিয়ার তথ্যমন্ত্রী খিয়উ কানকারিথ, ফিলিপিন্সের প্রেসিডেন্টভবনের তথ্যসচিব মার্টিন এম আনদানার এবং এবিইউ'র মহাসচিব ড. জাভাদ মত্তাঘিসহ ১৭ জন অতিথি উপস্থিত ছিলেন। (সুবর্ণা/আলিম/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040