চীনের শীর্ষ দশটি ইন্টারনেট কোম্পানি
  2019-05-16 11:11:21  cri

আইআইমিডিয়ার গবেষণায় দেখা যায়, ২০১৮ সালে চীনের সবচেয়ে মূল্যবান ইন্টারনেট কোম্পানি হলো আলিবাবা। টেনসেন্টকে হারিয়ে গেল বছর আলিবাবা এ শীর্ষস্থান দখল করে। এর মূল্য দাঁড়ায় ৩.১৬ ট্রিলিয়ন ইউয়ান বা প্রায় ৪৭০.১৫ বিলিয়ন মার্কিন ডলার।

দেখা যায়, ১০০টি চীনা ইন্টারনেট কোম্পানির মধ্যে ৮০ শতাংশ কোম্পানি ইতোমধ্যেই পুঁজি বাজারে অন্তর্ভুক্ত হয়েছে।

গেল বছর ইন্টারনেট কোম্পানিগুলোর মধ্যে সিয়াও মি ও, মেইথুয়ান ও ডিয়ানপিং কোম্পানি উল্লেখযোগ্য। দেখা গেছে, অনেক ইন্টারনেট কোম্পানির সুসংহত ব্যবসায়িক রূপ বাস্তবায়িত হয়নি।

এ ছাড়া, ই-কমার্স, ইন্টারনেট সেবা, প্রশিক্ষণ ও শিক্ষা, এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে জড়িত কোম্পানিগুলির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আজকের টপিক অনুষ্ঠানে গেল বছর চীনের শীর্ষ দশটি ইন্টারনেট কোম্পানি নিয়ে আলোচনা করবো।(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040