নিজের জাতি বা সভ্যতাকে শ্রেষ্ঠ মনে করা ঠিক নয়: সি চিন পিং
  2019-05-15 20:43:10  cri
মে ১৫: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, নিজের জাতি বা সভ্যতাকে শ্রেষ্ঠ মনে করা অজ্ঞতার লক্ষণ। আর নিজের সভ্যতা দিয়ে অন্য সভ্যতাকে প্রতিস্থাপিত করার চেষ্টা ভয়ঙ্কর। তিনি আজ (বুধবার) বেইজিংয়ে এশীয় সভ্যতার সংলাপ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি বলেন, মানুষে মানুষে শুধু ত্বকের রঙে ও ভাষায় পার্থক্য আছে। আর ত্বকের রঙ ও ভাষা দিয়ে কোনো মানুষ অন্য মানুষর ওপর শ্রেষ্ঠত্ব দাবি করতে পারে না। প্রেসিডেন্ট সি'র এই বক্তব্যকে সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, কর্মকর্তা, বিশেষজ্ঞ, পণ্ডিত এবং মিডিয়ার প্রতিনিধিরা তুমুল করতালির মাধ্যমে সমর্থন জানান।

প্রেসিডেন্ট সি বলেন, সম্প্রতি কোনো কোনো পশ্চিমা রাজনীতিজ্ঞ ইচ্ছাকৃতভাবে নতুন করে 'সাংস্কৃতিক সংঘর্ষের তত্ত্ব' ও 'সভ্যতার সংঘাত তত্ত্ব' উপস্থাপন করার চেষ্টা করছেন। এমনই এক বৈরি পরিস্থিতিতে এশীয় সভ্যতার সংলাপ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সভ্যতাগুলোর উচিত একে অপরকে সম্মান করা এবং সমতার ভিত্তিতে পাশাপাশি চলা উচিত।

এদিকে, প্রেসিডেন্ট সি'র এই বক্তব্যকে এক শ্রেণির পশ্চিমা রাজনীতিবিদের নতুন 'সভ্যতার সংঘাত তত্ত্বের' বিরুদ্ধে সবচেয়ে শক্তিশীল জবাব বলে চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই) এক সম্পাদকীয়তে নিবন্ধে মন্তব্য করেছে।

সম্পাদকীয়তে বলা হয়, এক বছর আগে প্রেসিডেন্ট সি সভ্যতার প্রশ্নে সহনশীল দৃষ্টিভঙ্গি গ্রহণ করার ধারণা উপস্থাপন করেন। এক বছর পর তিনি আরও স্পষ্ট রোডম্যাপ উত্থাপন করেছেন। তাঁর প্রস্তাবিত রোডম্যাপে এশিয়ার সাংস্কৃতিক ধ্বংসাবশেষের সংরক্ষণ কার্যক্রম, এশিয়ার ক্লাসিকাল শিল্পকর্মের অনুবাদ পরিকল্পনা, চলচ্চিত্র ও টেলিভিশনের ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতার পরিকল্পনা, এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিময় জোরদার করা। (লিলি/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040