আজকের টপিক প্রসঙ্গ: এশীয় সভ্যতার সংলাপ সম্মেলন উদ্বোধন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ ভাষণ
  2019-05-15 15:51:55  cri

সুপ্রিয় শ্রোতা, চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের টপিক অনুষ্ঠানে, আমরা এশীয় সভ্যতার সংলাপ সম্মেলন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা এবং আমি তৌহিদ শরত।

এশীয় সভ্যতার সংলাপ সম্মেলন আজ (বুধবার) সকালে বেইজিংয়ে উদ্বোধন করা হয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন।

কম্বোডিয়া, গ্রিস, সিঙ্গাপুর, শ্রীলংকা ও আর্মেনিয়াসহ বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ও সরকারি নেতা, মঙ্গোলিয়ার নেতা এবং ইউনেস্কোসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার নেতারাও এতে অংশ নিয়েছেন।

এ সম্মেলন 'এশিয়ার সভ্যতা বিনিময় ও পারস্পরিক শিক্ষা এবং অভিন্ন ভাগ্যের কমিউনিটি' প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এতে এশিয়ার ৪৭টি দেশ এবং অন্য অঞ্চলের যুবক, বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার সদস্যরা অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি এতে শাখা ফোরাম, এশিয়া সাংস্কৃতিক কার্নিভাল, এশিয়া সভ্যতা সপ্তাহসহ ১১০টিরও বেশি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040