এশিয়া বিশ্ব সভ্যতার সঙ্গে বিনিময় উন্নত করেছে
  2019-05-15 11:45:57  cri

মে ১৫: এশীয় সভ্যতার আত্মবিশ্বাস জোরদার করা এবং বিশ্বের অন্যান্য সভ্যতার সঙ্গে বিনিময় ও পারস্পরিক শিক্ষা জোরদার করে এশীয় সভ্যতার নতুন সাফল্য অর্জন করা উচিত্। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (বুধবার) 'এশীয় সভ্যতার সংলাপ সম্মেলনে' এসব কথা বলেছেন।

তিনি বলেন, এশিয়া মানবজাতির প্রথম এলাকা এবং মানবসভ্যতার গুরুত্বপূর্ণ উত্স। কয়েক হাজার বছরের ইতিহাসে এশিয়ার জনগণ শ্রেষ্ঠ সভ্যতা গড়ে তুলেছে। নানা ধরনের সভ্যতা মিলে এশীয় সভ্যতার মহাকাব্য তৈরি হয়েছে। এখন 'এক অঞ্চল, এক পথ', 'দুই করিডোর ও এক বৃত্ত', 'এশিয়া-ইউরোপ অর্থনৈতিক ইউনিয়ন'সহ সভ্যতা বিনিময়ের পদ্ধতি প্রসারিত করেছে। বিশ্ব সভ্যতার সঙ্গে এশীয় সভ্যতার বিনিময় বাড়ছে এবং বৈশ্বিক সভ্যতার উন্নয়নে প্রচুর সুযোগ সরবরাহ করছে।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040