এশিয়ার বিভিন্ন দেশের উচিত সুন্দর জীবনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের চেষ্টা করা: সি চিন পিং
  2019-05-15 11:46:53  cri
মে ১৫: আজ (বুধবার) বেইজিংয়ে 'এশীয় সভ্যতা সংলাপ সম্মেলনে' বক্তব্য রাখেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি বলেন, এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে ঐতিহ্যবাহী অভিজ্ঞতা ও সম্মিলিত স্বপ্ন রয়েছে। তাই এশিয়ার বিভিন্ন দেশের উচিত জনগণের সুন্দর জীবনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের চেষ্টা করা।

সি আরও বলেন, একটি শান্তিপূর্ণ, অভিন্ন সমৃদ্ধ ও উন্মুক্ত সংমিশ্রিত এশিয়া চায় এ মহাদেশের মানুষ। বিভিন্ন দেশকে পারস্পরিক সম্মান ও আস্থা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানান সি। যাতে যৌথভাবে উন্মুক্ত, সহনশীল, ব্যাপক কল্যাণকর, ভারসাম্য ও অভিন্ন স্বার্থের আর্থিক বিশ্বায়ন বাস্তবায়ন করা যায়; যৌথভাবে কিছু দেশের দারিদ্র্যবিমোচন বাস্তবায়ন ও শিশুদের সুন্দর জীবন গড়ে তোলা যায়। এশিয়ার বিভিন্ন দেশ উন্মুক্ত চেতনা নিয়ে নীতি ও ব্যবস্থাপনার বিনিময় করে বাণিজ্য, পুঁজি ও মানুষের মনের যোগাযোগ বাস্তবায়ন করবে বলে আশা করেন সি; যাতে যৌথভাবে এশিয়ার ও মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলা যায়।

(সুবর্ণা/তৌহিদ/শুয়েই ফেই ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040