"ইরানের পারমাণবিক কর্মসূচি নিরাপত্তা পরিষদে তোলা হলে 'পরমাণু চুক্তি' থেকে সরে আসবে তেহরান"
  2019-05-14 16:22:30  cri
মে ১৪: ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি গতকাল (সোমবার) এই মর্মে হুমকি দেন যে, যদি তাঁর দেশের পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গ পুনরায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা হয়, তবে তেহরান 'ইরান-পরমাণুচুক্তি' থেকে সম্পূর্ণ বেরিয়ে আসবে। আর এর মাধ্যমে ইরানি জনগণ ও দেশের অধিকার রক্ষা করা হবে। ইরানের গণমাধ্যমের সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, তাঁর দেশ পরমাণুচুক্তির কিছু শর্ত পালন থেকে বিরত থাকলেও, ইউরেনিয়াম সমৃদ্ধ না-করাসংশ্লিষ্ট প্রতিশ্রুতি মেনে চলছে। তিনি আরও বলেন, আগামী ৬০ দিনের মধ্যে পরমাণুচুক্তি স্বাক্ষরকারী ইউরোপীয় দেশগুলো যদি চুক্তির শর্ত পূরণ না-করে, তবে তাঁর দেশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার দিকে যাবে। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040