লিউ রো ইং
  2019-05-14 14:46:35  cri

লিউ রো ইং ১৯৭০ সালের পয়লা জুন চীনের তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ানের বিখ্যাত গায়িকা, অভিনেত্রী, পরিচালক, সুরকার এবং গীতিকার। তিনি যুক্তরাষ্ট্রের কালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির সঙ্গীত বিভাগ থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন।

প্রাথমিক স্কুলের তৃতীয় শ্রেণী থেকে লিউ রো ইং পিয়ানো বাজানো শিখতে শুরু করেন। তার লেখাপড়া সবসময় সঙ্গীতের সঙ্গে সম্পর্কিত ছিল। তিনি সঙ্গীতবিষয়ক মাধ্যমিক স্কুল থেকে স্নাতক হওয়ার পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির সঙ্গীত বিভাগে ভর্তি হন। তিনি বিশেষ করে গান গাওয়া এবং পিয়ানো বাজানো শেখেন। তিনি বিশ্ববিদ্যালয়ে ক্লাসিকাল মিউজিকের ডিগ্রী লাভ করেছেন।

বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকের পর লিউ রো ইং জন্মস্থান তাইপেই শহরে ফিরে যান। ১৯৯০ সালে তিনি তাইওয়ানের বিখ্যাত গীতিকার ছেন শেং-এর সঙ্গে পরিচিত হন এবং তার সাহায্যে Rock Records কোম্পানিতে যোগ দেন।

লিউ রো ইং গীতিকার ছেন শেং-এর কাছ থেকে পপ সঙ্গীত এবং সঙ্গীত রচনা শেখেন। তিনি ছেন শেং-এর মিউজিক স্টুডিউতে সাড়ে তিন বছর কাজ করেছেন। সবাই আদরে লিউ রো ইংকে 'নাই ছা' ডাকে। এই নামের অর্থ হল 'দুধ চা'।

১৯৯৪ সালে লিউ রো ইংকে প্রধান চরিত্র হিসেবে বাছাই করেন চলচ্চিত্র পরিচালক ছেন কুও ফু। লিউ রো ইং তার চলচ্চিত্র 'আমার সৌন্দর্য ও দুঃখ' –তে ভালো অভিনয় করেন।

১৯৯৪ সালে তাইওয়ানের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক চাং আই চিয়া লিউ রো ইংকে আরেকটি সুযোগ দেন। লিউ রো ইং 'মেয়ে সিয়াও ইয়ু' নামে চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন। এই চলচ্চিত্রে চমত্কার অভিনয়ের কারণে লিউ রো ইং ৪০তম এশিয়ান প্যাসিফিক ফিল্ম ফেসটিভলে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান। এর পর লিউ রো ইং আনুষ্ঠানিকভাবে চাং আই চিয়ার কোম্পানি RED ON RED-এ যোগ দেন।

১৯৯৫ সালে লিউ রো ইং নিজের অভিনয় করা চলচ্চিত্র 'আমার সৌন্দর্য ও দুঃখ'-এর জন্য গান গেয়েছেন এবং এই অ্যালবাম দিয়ে আনুষ্ঠানিকভাবে সঙ্গীতজগতে প্রবেশ করেন। এই চলচ্চিত্রের অ্যালবামের প্রধান গান 'ভালোবাসার জন্য পাগল হয়ে যাওয়া' ৩২তম তাইওয়ান চলচ্চিত্রের গোল্ডেন হোর্স অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ চলচ্চিত্র গানের পুরস্কার পেয়েছে।

২০০০ সালে লিউ রো ইং 'আমি তোমার জন্য অপেক্ষা করি' নামের সঙ্গীত অ্যালবাম প্রকাশ করেন। এই অ্যালবামের প্রধান গান 'পরে' তার প্রতিনিধিত্বশীল গানগুলোর অন্যতম।

২০০৫ সালে লিউ রো ইং 'এই বিশ্বে চোর নেই' নামে চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনয়ের কারণে দশম হংকং চলচ্চিত্রের গোল্ডেন বাউহিনিয়া অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতে নেন।

২০১৭ সালে লিউ রো ইং 'ভবিষ্যতের আমরা' নামে চলচ্চিত্র পরিচালনা করেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে মূলত লিউ রো ইংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি গান শোনালাম। আশা করি গানগুলো আপনাদের ভালো লেগেছে।

আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবার কথা হবে।

(শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040