জাতিসংঘের আন্তর্জাতিক জল সম্পদ সম্মেলন উদ্বোধন
  2019-05-14 14:26:15  cri
মে ১৪: ইউনেস্কো ও বিশ্ব জ্বালানি ইন্টারনেট উন্নয়ন সহযোগিতা সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত প্রথম জাতিসংঘের আন্তর্জাতিক জল সম্পদ সম্মেলন গতকাল (সোমবার) সকালে ফ্রান্সের প্যারিসে উদ্বোধন হয়েছে। দু'দিনব্যাপী সম্মেলনের উদ্দেশ্য: জল সম্পদ খাতে আন্তঃসহযোগিতার মাধ্যমে টেকসই পানি নিরাপত্তা ও শান্তি জোরদার করা।

ইউনেস্কোর মহাপরিচালক অড্রি আজোলাই উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, পানি পরিচালনা মানবজাতি ও প্রাকৃতিক ব্যবস্থার স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। পানি সম্পদের টেকসই উন্নয়ন দারিদ্র বিমোচনের জন্যও খুব গুরুত্বপূর্ণ।

৩৭টি দেশের মন্ত্রী, পানি সম্পদ ক্ষেত্রের বিশেষজ্ঞ, গবেষক, আন্তর্জাতিক সংস্থাসহ বিভিন্ন মহলের সহস্রাধিক প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়েছেন।

বিশ্ব জ্বালানি ইন্টারনেট উন্নয়ন সহযোগিতা সংস্থা হলো চীনের উদ্যোগে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। বর্তমানে সংস্থার সদস্য সংখ্যা ৬৩৫।

(শুয়েই/তৌহিদ/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040