কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধানের জন্য চেষ্টা করবে চীন ও রাশিয়া
  2019-05-14 14:11:15  cri
মে ১৪: কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যা সমাধানের জন্য চেষ্টা করবে চীন ও রাশিয়া। রাশিয়া সময় গতকাল (সোমবার) চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সোচিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরভের সঙ্গে বৈঠকের পর আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ-কথা বলেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার নেতাদের হ্যানয় বৈঠকের পর পরমাণু সমস্যার সমাধান হয়নি। কোরীয় উপদ্বীপ পরিস্থিতির অনির্দিষ্টতা বেড়েছে। তবে আমরা দেখেছি, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র মুক্তকরণের লক্ষ্য অপরিবর্তিত রয়েছে। যুক্তরাষ্ট্রের 'সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের চিন্তাধারারও' পরিবর্তনও হয়নি। অর্থাত্, এখনও রাজনৈতিকভাবে কোরীয় উপদ্বীপের পরমাণু সমস্যার সমাধান সম্ভব।

ওয়াং ই বলেন, কোরীয় উপদ্বীপকে পরমাণু মুক্তকরণ, উত্তর কোরিয়ার অর্থনৈতিক উন্নয়ন বাস্তবায়ন এবং কোরীয় উপদ্বীপের দীর্ঘস্থায়ী নিরাপত্তা হলো চীন ও রাশিয়ার যৌথ প্রচেষ্টার লক্ষ্য। চীন এজন্য অব্যাহতভাবে গঠনমূলক ভূমিকা পালন করবে।

(শুয়েই/তৌহিদ/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040