চীনের শীর্ষ ১০টি ব্র্যান্ড
  2019-05-13 14:15:05  cri



সম্প্রতি ব্র্যান্ডজ (BrandZ) ২০১৯ সালের সবচেয়ে মূল্যবান ১০০টি চীনা ব্রান্ডের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে আলিবাবা ব্র্যান্ড প্রথম স্থানে রয়েছে। আলিবাবা ব্র্যান্ডের মূল্য ৫৯ শতাংশ বৃদ্ধি পেয়ে এর মূল্য দাঁড়িয়েছে ১৪১ বিলিয়ন মার্কিন ডলার। ২০১৮ সালে এ তালিকায় আলিবাবার স্থান ছিল দ্বিতীয়; আর প্রথম অবস্থানে ছিল টেনসেন্ট।

প্রিয় শ্রোতা আজকের অনুষ্ঠানে বর্তমান চীনের শীর্ষ ১০টি ব্র্যান্ড নিয়ে কথা বলব।

২০১৯ সালে প্রকাশিত তালিকায় আলিবাবা প্রথম ও টেনসেন্ট দ্বিতীয় স্থানে রয়েছে। টেনসেন্ট'র ব্রান্ড মূল্য হল ১৩৮.১৫৮ বিলিয়ান ডলার। ব্যাংক অব চায়না তৃতীয় স্থানে রয়েছে, তার ব্রান্ড মূল্য ৪০.৭২৫ বিলিয়ান ডলার। তা গত বছরের চেয়ে ৯ শতাংশ বেশি। চায়না মোবাইল চতুর্থ স্থানে রয়েছে, তার ব্রান্ড মূল্য ৩.৯১০৩ বিলিয়ান ডলার। তা গত বছরের চেয়ে ২১ শতাংশ কম হয়েছে। গুইচৌ মাওতাই মদ পঞ্চম স্থানে রয়েছে, তার ব্রান্ড মূল্য ৩৬.৫৫৫ বিলিয়ান ডলার, তা ৫৮ শতাংশ বৃদ্ধি হয়েছে। হুয়াওয়েই প্রযুক্তি কোম্পানি ষষ্ঠ স্থানে রয়েছে, তা বৃদ্ধি ৩৮ শতাংশ। পিংআন বীমা সংস্থা (গ্রুপ) সপ্তম স্থানে রয়েছে, তার ব্রান্ড মূল্য ২৬.৯৬৭ বিলিয়ান ডলার। বৃদ্ধি ২১ শতাংশ। বাইদু অষ্টম স্থানে রয়েছে। তার ব্রান্ড মূল্য ২৬.৭১ বিলিয়ান ডলার। বৃদ্ধি ৭ শতাংশ। চায়না কোস্ট্রাকশন ব্যাংক নবম স্থানে রয়েছে। তার ব্রান্ড মূল্য ২২.৮৪১ বিলিয়ান ডলার। বৃদ্ধি ১৪ শতাংশ। দশম স্থানে রয়েছে জেডি। তার ব্রান্ড মূল্য ২১.১৮৩ বিলিয়ান ডলার। বৃদ্ধি ৪৫ শতাংশ।

২০১৮ ও ২০১৯ সালে সবচেয়ে মূল্যাবান চীনা ব্রান্ড তালিকার কিছু ব্যবধান রয়েছে। তালিকার পরিবর্তন হলো যুগের পরিবর্তন। গত বছরে আলিবাবার ব্রান্ড মূল্য ছিল প্রায় ৮০ বিলিয়ান ডলার। কিন্তু এক বছরের পর ১০০ বিলিয়ানেরও বেশি হয়েছে। আমরা বিশ্বাস করি, ২০২০ সালে এ তালিকার নতুন পরিবর্তন হবে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040