মনোনীত শিল্পীদের শিল্পকর্মের প্রদর্শনী ২০১৯ শুরু
  2019-05-13 13:42:36  cri

 

'১৪জন ফ্রেঞ্চ প্রিক্স মার্সেল দুচ্যাম্প শিল্প প্রদর্শনী' বা মনোনীত শিল্পীদের শিল্পকর্মের প্রদর্শনী সম্প্রতি বেইজিংয়ের লাল ইট গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে।

চীন-ফ্রান্স কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত ৫৫তম বার্ষিকী উপলক্ষ্যে, এ শিল্পকর্ম প্রদর্শনী ১৪তম চীন-ফ্রান্স সংস্কৃতি বসন্ত-এর সূচনা করা হয়েছে। ফ্রান্সের ইউরোপীয় ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জ্য-ইভিস লে দ্রিয়ান 'চীন-ফ্রান্স সংস্কৃতি বসন্ত-২০১৯' উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন এবং বক্তৃতা দেন। তিনি বলেন, গত ১৪ বছর ধরে, চীন-ফ্রান্স সাংস্কৃতিক বসন্ত অনুষ্ঠানটি বিদেশে ফ্রান্সের বৃহত্তম আকারের সাংস্কৃতিক ইভেন্টে পরিণত হয়েছে। যা ফ্রান্সের বিনিময় উন্নয়নে অবদান রাখছে। গত বছর ৮ লাখ মানুষ সাংস্কৃতিক বসন্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং এ বছরের ইভেন্ট খুবই আকর্ষণীয় হবে। ফ্রান্সের তুলাউজের অক্সিটানি অঞ্চলের আধুনিক ও সমসাময়িক আর্ট মিউজিয়ামের পরিচালক অ্যানবেল টেনেজ বলেন, ভ্রমণ আধুনিক জীবনের একটি সর্বজনীন থিম। প্রদর্শনীর নাম জীবনের জন্য একটি রূপক। আপনি যে পথ বেছে নেবেন সে রাস্তায় বের হবেন।

২০০০ সালে মার্সেল দুচ্যাম্প পুরস্কার গঠিত হয়েছিল। প্রায় দুই দশক ধরে, প্রতি বছর পুরস্কারটি ফ্রান্স থেকে বা ফ্রান্সে বসবাসকারী বিদেশি উদ্ভাবনী শিল্পীদের নির্বাচন করছে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040