৪৫তম বুয়েনস আয়ারস ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে চীনা বুটিক বই উন্মোচন করা হয়েছে
  2019-05-13 13:40:39  cri

৪৫তম বুয়েনস আয়ারস ইন্টারন্যাশনাল বুক ফেয়ার ২৩ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত আর্জেন্টাইন রাজধানী বুয়েনস আয়ারসের কৃষি প্রদর্শনী কেন্দ্র অনুষ্ঠিত হয়েছে। চীনা প্রকাশনা শিল্পের প্রতিনিধিদল পঞ্চম বারের মতো এই বইমেলায় অংশগ্রহণ করেন এবং চীনা ও বিদেশি বইয়ের কয়েকটি সিরিজ উপস্থাপন করেন।

বুয়েনস আয়ারস ইন্টারন্যাশনাল বুক ফেয়ার ল্যাটিন আমেরিকার বৃহত্তম বার্ষিক প্রকাশনা অনুষ্ঠান। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ স্প্যানিশ বইয়ের মেলা। চীনের বুক আমদানি ও রপ্তানি (গ্রুপ) কর্পোরেশন পিপলস পাবলিশিং হাউস, হেইলংজিয়াং পাবলিশিং গ্রুপ এবং জিয়াংসি পাবলিশিং গ্রুপসহ ছয়টি চীনা প্রকাশনা সংস্থা সংগঠিতভাবে এবারের বইমেলায় অংশগ্রহণ করে। এতে ২০০ টিরও বেশি বই অন্তর্ভুক্ত করা হয়। যেমন, চীনা ঐতিহ্যগত সংস্কৃতি, চীনা শিক্ষা, শিশুদের বই এবং আধুনিক চীনা সাহিত্য। এতে চীনা, স্পেনীয় এবং ইংরেজি বই প্রায় ৭০ শতাংশেরও বেশি। এইগুলি বুটিক বই আর্জেন্টাইন পাঠকদের পছন্দ হয়। চীনা সংস্কৃতিপ্রেমী আর্জেন্টিনার পাঠক এবং স্প্যানিশভাষী বিশ্বের অন্যান্য পাঠকদের জন্য চীন বোঝার একটি জানালা খুলে দেয়।

চলতি বছর চীন ও আর্জিন্টিনার মধ্যে কৌশলগত অংশীদারি সম্পর্ক প্রতিষ্ঠার ১৫তম বার্ষিকী, আর্জেন্টিনার প্রকাশনা শিল্পের সঙ্গে গভীর সহযোগিতা বৃদ্ধির জন্য এবং সংলাপের দূরত্ব কমানোর জন্য, চীনা বই কোম্পানি এবং বুয়েনস বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট "চীন-আর্জেন্টিনা পাবলিশার্স সংলাপ-প্রকাশনা সুযোগ ও ভবিষ্যত" বিষয়ে একটি আলোচনাসভার আয়োজন করে। বিনিময় মাধ্যমে, উভয় পক্ষের চীন-আর্জেন্টাইন সাংস্কৃতিক বিনিময় ও জয়-জয় সহযোগিতার জন্য একটি মডেল চিহ্নিত করা হয়েছে এবং চীন-আর্জেন্টিনা প্রকাশনা সহযোগিতার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দৃঢ় ভিত্তি স্থাপন করে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040