সহজ চীনা ভাষা -'খেঁকশিয়ালের পনির বিতরণ'
  2019-05-13 11:05:49  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, চায়না মিডিয়া গ্রুপ এবং চীনের শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সহযোগিতায় চীনের ৭০ জনেরও বেশি রাষ্ট্রীয় পর্যায়ের শ্রেষ্ঠ উপস্থাপক ও শব্দ প্রকৌশলীরা (sound engineer) চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের জন্য 'চীনা ভাষা শিক্ষা-উপকরণের অডিও সংস্করণ' প্রকাশ করেছেন। এর উদ্দেশ্য হচ্ছে, শিক্ষার্থীদের চীনা ভাষা শেখানোর ক্ষেত্রে উচ্চ মান বজায় রাখা। এতে চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের সব চীনা ভাষার পাঠকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চীনের মাধ্যমিক ও প্রাথমিক স্কুলের ১৫ কোটি শিক্ষার্থী ও ৯০ লাখেরও বেশি শিক্ষক লাভবান হবে।

আসলে বিদেশি যে কোনো ভাষা শেখার জন্য প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীর মতই শুরু থেকে শেখা উচিত। আর চীনের প্রকাশিত এই 'অডিও চীনা ভাষা শিক্ষা-উপকরণ' আমাদের শ্রোতাবন্ধুদের চীনা ভাষা শেখার ক্ষেত্রে অনেক সহায়ক হতে পারে। তাহলে আমাদের 'সহজ চীনা ভাষার' আসরে আমরা এই অডিও শিক্ষা-উপকরণের ভিত্তিতে চীনা ভাষার এই আসর পরিচালনা করব। আমাদের বিশ্বাস, আপনারা এর মাধ্যমে নিশ্চয়ই অনেক কিছুই শিখতে পারবেন।

বন্ধুরা, আজ আমরা নতুন একটি পাঠ শেখাবো। এই পাঠের শিরোনাম 'খেঁকশিয়ালের পনির বিতরণ'। এর চীনা ভাষা হলো: 狐狸分奶酪hú lí fēn nǎi lào ।

বন্ধুরা, প্রথমে আপনাদের এই পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি:

দুই ভল্লুক- বড় ও ছোট ভাই রাস্তায় হাঁটতে হাঁটতে পনির পেয়ে যায়। তারা খুব খুশি হয়। কিন্তু কীভাবে দুই জনে এই পনির ভাগ করে খাবে? তাই নিয়ে বড় ভাই ও ছোট ভাই ঝগড়া শুরু করে।

এ সময় একটি খেঁকশিয়াল সেখানে হাজির হয়। সে বলে, আমি তোমাদের সাহায্য করবো।

খেঁকশিয়াল পনিরকে দুই ভাগ করে। কিন্তু ভল্লুক দু'টি বলে: না, এই দুই ভাগ সমান নয়। ওই অর্ধেক পনির একটু বড়।

খেঁকশিয়াল বলে: হ্যাঁ, তোমার কথা ঠিক। তারপর খেঁকশিয়াল সেই বড় অর্ধেক অংশে একটি কামড় দিয়ে খেয়ে ফেলে।

এবার একটি ভল্লুক বলে: তুমি বেশি খেয়ে ফেলেছো, এখন আবার ওই অর্ধেক বড় হয়েছে। তাই খেঁকশিয়াল আবার অন্য অর্ধেকে আরেকটি কামড় দেয়।

এভাবে দুই ভাগ করা পনির কামড় দিয়ে খেতে খেতে পুরোটাই খেয়ে ফেলে খেঁকশিয়াল!

ভল্লুক দুটি বলে: তুমি তো সত্যিই ভালো বিতরণ করতে পারো! পুরো পনির একাই খেয়ে ফেলেছো তুমি!

খেঁকশিয়াল বলে: ভল্লুক, আমি খুব ন্যায়সঙ্গতভাবে বিতরণ করি। দেখো, তোমরা কেউই বেশি খাও নি, কমও খাও নি। দু'জনেই সমান, তাই না?

বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:

狐狸hú lí খেঁকশিয়াল

分 fēn বিতরণ।分fēn হল চীনা শব্দ 分配fēn pèi এর সংক্ষিপ্তরূপ।

奶酪nǎi lào পনির

熊 xióng ভল্লুক

哥哥gē gē বড় ভাই

弟弟 dì dì ছোট ভাই

帮bāng সাহায্য করা।帮bāng হল চীনা শব্দ 帮助- bāng zhùএর সংক্ষিপ্তরূপ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040