জুলাইয়ে ভারত 'দ্বিতীয় চাঁদ অনুসন্ধানী উপগ্রহ' মহাকাশে পাঠাবে
  2019-05-13 10:21:14  cri
মে ১৩: আগামী ৯ থেকে ১৬ জুলাই ভারত দ্বিতীয় চাঁদ অনুসন্ধানী উপগ্রহ 'চন্দ্রায়ন-২' উৎক্ষেপণ করবে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা আইএসআরও সম্প্রতি এতথ্য জানিয়েছে।

জানা গেছে, অনুসন্ধানকারী ১৪টি গবেষণাযন্ত্র মহাকাশে পাঠানো হবে। এটি ৬ সেপ্টেম্বরে চাঁদের দক্ষিণমেরু এলাকায় অবতরণ করবে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থার ওয়েবসাইটে বলা হয়, 'চন্দ্রায়ন-২'-এর ওজন ৩৮০০ কেজি। এতে অরবিটার, অবতরণ যন্ত্র এবং চন্দ্রতরী- এই তিনটি অংশ আছে।

'চন্দ্রায়ন-২' হলো ভারতের দ্বিতীয় চাঁদ অনুসন্ধান প্রকল্প। ভারত ২০০৮ সালের অক্টোবরে সাফল্যের সঙ্গে প্রথম চাঁদ অনুসন্ধান উপগ্রহ 'চন্দ্রায়ান-১' নিক্ষেপ করে। এর মাধ্যমে প্রচুর পরিমাণ ছবি ও অনুসন্ধানী তথ্য সংগ্রহ করে।

(শুয়েই/তৌহিদ/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040