তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত বাংলাদেশিদের সংখ্যা সম্পর্কে নিশ্চিত নয় সরকার
  2019-05-12 18:57:59  cri

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহতদের মধ্যে কতজন বাংলাদেশি সে বিষয়ে সরকারের কাছে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এ বিষয়ে খোঁজ নিতে তিউনিসিয়ায় দুর্ঘটনাস্থলে গেছেন বাংলাদেশ দূতাবাসে একজন কর্মকর্তা। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে নৌকায় ৭৫ আরোহীর ৫১ জনই বাংলাদেশি ছিল। এদের মধ্যে ১৪ বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা গেছে। সে হিসেবে ৩৭ জন বাংলাদেশি নিহত বা নিখোঁজ রয়েছে। নিহতদের পাঁচ জনের বাড়ি সিলেটে, এক জনের বাড়ি মৌলভীবাজার। বাংলাদেশি অভিবাসনপ্রত্যাসীদে মৃত্যুতে দুঃখ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন বিদেশে অবৈধভাবে মানবপাচার যে কোনো মূল্যে বন্ধ করা হবে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040