বেইজিং বিশ্ব উদ্যান মেলায় বিশ্ব আবহাওয়া সংস্থার 'অনার ডে' ইভেন্ট অনুষ্ঠিত
  2019-05-12 15:09:37  cri
মে ১২: চীনের বেইজিং বিশ্ব উদ্যান মেলা, ২০১৯-এ গতকাল (শনিবার) বিশ্ব আবহাওয়া সংস্থার 'অনার ডে' ইভেন্ট অনুষ্ঠিত হয়।

বিশ্ব আবহাওয়া সংস্থার সহকারি মহাসচিব চিয়াং ওয়েন চিয়েন 'অনার ডে' ইভেন্টের এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ২০১৮ সালে যেসব প্রাকৃতিক দুর্যোগ প্রায় ৬২ মিলিয়ন মানুষের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে, সেগুলোর বেশিরভাগই জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। বিশ্ব আবহাওয়া সংস্থা বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে সদস্যরাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানায়।

এদিকে, চীনের আবহাওয়া প্রশাসন উদ্যান মেলায় জলবায়ুবিষয়ক একটি মৌলিক তথ্যবেস ও আবহাওয়া সেবা-ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। উদ্যান মেলার প্রাঙ্গণ ও এর আশপাশের আবহাওয়া পর্যবেক্ষণ করে পূর্বাভাস ও সতর্কতা জারি করা এই ব্যবস্থার কাজ। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040