গণজীবিকা ও কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে চীনের সাফল্য থেকে পাকিস্তানের শেখার আছে: পাক প্রেসিডেন্ট
  2019-05-11 15:59:34  cri

মে ১১: পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি গতকাল (শুক্রবার) চায়না মিডিয়া গ্রুপে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, সংস্কার ও উন্মুক্তকরণ থেকে চীন দ্রুত অর্থনৈতিক উন্নয়ন লাভ করেছে। গণজীবিকা ও কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে চীনের সাফল্য থেকে পাকিস্তানের শেখার আছে বলেও উল্লেখ করেন তিনি।

আলভি বলেন, গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকেই দারিদ্র্য হ্রাস ও মানুষের জীবনযাত্রা উন্নয়নে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। গরীব জনসংখ্যা ব্যাপকভাবে কমার কারণ হলো- শিক্ষা বিস্তার ও গণস্বাস্থ্যের উন্নতি। অন্যদিকে, পাকিস্তানে চিকিৎসা খরচ খুব বেশি, যা পারিবারিক জীবনযাত্রার মানে প্রভাব ফেলে। এক্ষেত্রে আমাদের চীন থেকে শিখতে হবে এবং একটি ভালো চিকিত্সা নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।

প্রেসিডেন্ট আলভি মনে করেন, দেশের উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্টের উদ্যোগ, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা জোরদারের প্রয়োজনীয়তা উল্লেখ করেন তিনি। তিনি মনে করেন, চীন সাম্প্রতিক বছরগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে এবং এক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা করার আশা করেন তিনি।

পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নে 'চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের' ভূমিকার প্রশংসা করেন আলভি। তিনি দেশের সামাজিক উন্নয়নে চায়না মিডিয়া গ্রুপের ভূমিকারও প্রশংসা করেন।

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040