চীন যুক্তিসঙ্গতভাবে চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করবে: চীনের উপ-প্রধানমন্ত্রী
  2019-05-11 15:58:14  cri

মে ১১: চীনের রাষ্ট্রীয় পরিষদের উপ-প্রধানমন্ত্রী লিউ হ্য '১১তম চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক উচ্চ পর্যায়ের আলোচনা'র পর এক সাক্ষাত্কারে বলেন, আলোচনায় দু'পক্ষ আন্তরিক ও গঠনমূলক মতবিনিময় করেছে। দু'পক্ষ পরবর্তীতে বেইজিংয়ে আলোচনার বিষয়ে একমত হয়েছে। তিনি বলেন, চীন যুক্তিসঙ্গতভাবে চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করবে।

লিউ হ্য বলেন, "আমরা আন্তরিক ও গঠনমূলক মতবিনিময় করেছি। দু'পক্ষের উচিত আলোচনা বজায় রাখা।"

লিউ বলেন, উভয় পক্ষ অনেক বিষয়ে একমত হলেও বেশ কিছু অসঙ্গতি রয়েছে। যুক্তরাষ্ট্র যদি শুল্ক আরোপ করে, চীনকে তার জবাব দিতে হবে। চীন বাণিজ্যযুদ্ধ অনির্দিষ্টকালের জন্য বাড়তে চায় না। চাপ সত্ত্বেও, চীনের অর্থনীতির স্থিতিশীল ও সুস্থ বিকাশ বজায় থাকবে এবং এক্ষেত্রে আস্থা ও প্রত্যাশা বিশেষ গুরুত্বপূর্ণ। সহযোগিতা একমাত্র সঠিক পথ। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে দুই দেশ সহযোগিতা করবে। আমাদের মধ্যে প্রচুর অভিন্ন স্বার্থ রয়েছে এবং কেবলমাত্র উভয় পক্ষের সহযোগিতার মাধ্যমে আমরা এ সমস্যার সমাধান করতে পারি।"

তিনি বলেন, "চীনা জনগণের সুবিধা, আমেরিকার জনগণের কল্যাণ এবং বিশ্ববাসীর উপকারে আমরা যুক্তিযুক্তভাবে সমস্যা মোকাবিলা করবো। তবে, চীন ভীত নয় ও চীনা জাতি ভয় পায় না।"

(জিনিয়া/তৌহিদ/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040