এশীয় সভ্যতার সংলাপ সম্মেলন বিশ্বের শান্তি ও সুষম উন্নয়নে সহায়ক: চীনে নিযুক্ত নেপালি রাষ্ট্রদূত
  2019-05-10 18:22:07  cri

মে ১০: 'এশীয় সভ্যতার সংলাপ সম্মেলন' আগামী ১৫ মে বেইজিংয়ে অনুষ্ঠিত হবে। আজ (শুক্রবার) চীনে নিযুক্ত নেপালি রাষ্ট্রদূত লিলা মানি পাউদিয়াল চীন আন্তর্জাতিক বেতারে (সিআরআই) দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, এশিয়া সমৃদ্ধ হলে বিশ্বের উন্নয়ন এগিয়ে যাবে। এশিয়ার শান্তি বিশ্বের শান্তির জন্য গুরুত্বপূর্ণ।

পাওদিয়াল বলেন, অনুষ্ঠেয় 'এশীয় সভ্যতার সংলাপ সম্মেলনের' মাধ্যমে এশিয়ার নানা দেশের মৈত্রী, যোগাযোগ ও জনগণের বিনিময় বাড়বে। তা নানা দেশের শান্তি, সুষম উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সহায়ক।

দীর্ঘ সময় চীন এশীয় সভ্যতার কেন্দ্র এবং শান্তি ও সুষম উন্নয়নের ধারণা প্রচার করেছে। শাক্যমুনি ও কনফুসিয়াসের মতো মহান চিন্তাবিদ এশিয়ার নানা দেশের সভ্যতার ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলেছেন এবং এখনও বিশ্বের নানা দেশ মূল্যবোধ গঠনে এশীয় সভ্যতার কাছ থেকে শক্তি নিতে পারবে বলে উল্লেখ করেন তিনি।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040