শুল্ক বৃদ্ধির আচরণ অন্যের পাশাপাশি নিজের জন্যও ক্ষতিকর: চীন আন্তর্জাতিক বেতারের সম্পাদকীয়
  2019-05-10 16:31:21  cri
মে ১০: ওয়াশিংটন সময় আজ (শুক্রবার) থেকে চীনের ২০ হাজার কোটি মার্কিন ডলার মূল্যের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক ব্যবস্থা ২৫ শতাংশে উন্নীত করা হয়। এর প্রতিবাদে চীন পাল্টা ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়। এ আচরণ অন্যের পাশাপাশি নিজের জন্যও ক্ষতিকর বলে উল্লেখ করেছে চীন আন্তর্জাতিক বেতারের সম্পাদকীয়।

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ আবারও শুরু হয়েছে, যা খুবই দুঃখজনক। এর কারণ, যুক্তরাষ্ট্র চীনের আন্তরিকতা উপেক্ষা করে নিজেকে অগ্রাধিকার দিচ্ছে এবং চীনের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ করছে। যুক্তরাষ্ট্রের এ আচরণ পারস্পরিক শ্রদ্ধা ও সমতাসম্পন্ন ও সমন্বিত অর্জনের নীতির লঙ্ঘন। শুক্রবার চীন আন্তর্জাতিক বেতারের সম্পাদকীয়তে এসব মন্তব্য করা হয়।

সংলাপ দু'পক্ষের আন্তরিকতার ব্যাপার। চীন বাস্তব কর্মকাণ্ডের মাধ্যমে আন্তরিকতা প্রদর্শন করেছে। তবে যুক্তরাষ্ট্রের উচিত চীনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়া। চীন সহযোগিতার মাধ্যমে বাণিজ্যিক সমস্যা সমাধান করতে ইচ্ছুক। তবে চীনের কেন্দ্রীয় স্বার্থ ও জনগণের মূল স্বার্থ রক্ষা করা হবে।

যুক্তরাষ্ট্র হঠাত্ শুল্ক বাড়িয়েছে, তা বিশ্ব বাণিজ্য সংস্থার আন্তর্জাতিক দায়িত্ব এবং বহুপক্ষীয় বাণিজ্যিক নিয়মকানুন লঙ্ঘন করেছে। এতে দু'দেশের যৌথ স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন জনগণসহ বিশ্বজুড়ে অনেক মানুষ এর দৃঢ় বিরোধিতা করেছে।

যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ানোর পদক্ষেপের মাধ্যমে চীনের উন্নয়নের পথচলা থামানোর অপচেষ্টা করছে। এ ষড়যন্ত্র সফল হবে না। গত এক বছরে চীন সরকার সঠিকভাবে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। চীন নিজের কার্যক্রম পরিচালনা করতে এবং আরও উন্মুক্তকরণের মাধ্যমে গুণগতমানের অর্থনীতি এগিয়ে নেওয়ার ব্যাপারে আশাবাদী।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040