0510adda
|
সুপ্রিয় শ্রোতা আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক 'কফিহাউসের আড্ডা' অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এ সপ্তাহে আড্ডার বিষয় হচ্ছে: চীনের পরিবারে দুই সন্তানের নীতি ও বাস্তব। আজকের আড্ডায় আমার সঙ্গে যোগ দিচ্ছেন, ঈশিতা শহীদ সামস, তিনি বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সমাজবিজ্ঞান বিষয়ক প্রভাষক। বর্তমান তিনি পিকিং বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা গবেষণা ইনস্টিটিউটে পি এইচ ডি অধ্যয়ন করছেন। (স্বর্ণা/তৌহিদ)