উত্তর কোরিয়া অজানা ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণ করেছে: সিওল
  2019-05-10 13:07:39  cri
মে ১০: উত্তর কোরিয়া গতকাল (বৃহস্পতিবার) দু'টি অজানা ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণ করেছে। এগুলো স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার যৌথ স্টাফ সদর দফতর এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়া স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪টা ২৯ মিনিট ও ৪টা ৪৯ মিনিটে দু'টি ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণ করে। ক্ষেপণাস্ত্রদুটি যথাক্রমে ৪২০ ও ২৭০ কিলোমিটার দূরে গিয়ে পড়ে।

এদিকে, এদিন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টভবন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উত্ক্ষেপণে উদ্বেগ প্রকাশ করে। ভবনের একজন মুখপাত্র বলেন, উত্তর কোরিয়ার তত্পরতা কোরীয় উপদ্বীপের জটিল পরিস্থিতি উন্নয়নে সহায়ক নয়। (ছাই/আলিম/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040