মিয়ানমারে বাংলাদেশের বিমান দুর্ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন
  2019-05-09 19:03:26  cri
মিয়ানমারের ইয়াংগুনে দুর্ঘটনা কবলিত বাংলাদেশ বিমানের আহত ১৮ যাত্রী সবাই আশঙ্কামুক্ত। তাদের মধ্যে ৪ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে কোনো যাত্রী এখনো দেশে ফেরননি। দুর্ঘটনায় বিমানটির ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনা তদন্তে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার সাংবাদিকদের ব্রিফিংয়ে এ সব কথা জানান বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকির মেরাজ। বিমানের পক্ষ থেকে আহত যাত্রীদের চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সিভিল এভিয়েশন সেফটি বিভাগের কর্মকর্তার নেতৃত্বে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বৈরি আবহাওয়ায় ইয়াংগুন বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইনসের বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে বিমানের ৩৭ আরোহী ছিলেন। তাদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার ও অন্য দেশের নাগরিকও ছিলেন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040