হুয়া ওয়ে'র সিএফও মাদাম মেং ওয়েনচৌকে আটকে রাখা অবৈধ: আইনজীবী অভিমত
  2019-05-09 18:39:44  cri
মে ৯: কানাডার ব্রিটিশ কলম্বিয়া সুপ্রিম কোর্টে চীনের হুয়া ওয়ে কোম্পানির সিএফও মাদাম মেং ওয়েনচৌকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে। শুনানির সময় মেংয়ের আইনজীবীরা বলেন, মেংকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরে কানাডার কোনো যৌক্তিক কারণ নেই এবং মেংকে কানাডায় আটকে রাখাও অবৈধ।

মেং ওয়েনচৌ'র আইনজীবীরা বলেন, মেং ওয়েনচৌকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য প্রমাণ করে যে, এটি রাজনৈতিক মামলা।

চীনের হুয়া ওয়ে কোম্পানি শুনানির পর এক বিবৃতিতে জানায়, কোম্পানিটি মাদাম মেংকে বিশ্বাস করে। যুক্তরাষ্ট্র মেংকে গ্রেপ্তারের যে নির্দেশনা দিয়েছে, তা আইনের অপব্যবহার। এর পিছনে রয়েছে রাজনৈতিক স্বার্থ।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040