চীনের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানোর বিরোধিতা করেছে বেশ কিছু মার্কিন সংস্থা
  2019-05-09 16:34:10  cri
মে ৯: মার্কিন সরকার সম্প্রতি জানায়, আগামী ১০ মে থেকে চীনের ২০ হাজার কোটি মার্কিন ডলার মূল্যের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। যুক্তরাষ্ট্রের 'জাতীয় খুচরা ফেডারেশন', 'যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি শিল্প কাউন্সিল'সহ দশটিরও বেশি সংস্থা সম্প্রতি মার্কিন সরকারের এ ঘোষণার প্রতিবাদ করেছে। তারা বলেছে, শুল্ক বাড়ালে মার্কিন ভোক্তাদেরই তা পরিশোধ করতে হবে। মার্কিন সরকারের উচিত চীনের সঙ্গে আর্থ-বাণিজ্যিক সংলাপ জোরদার করা, যাতে দ্রুত চুক্তিতে পৌঁছানো যায়।

যুক্তরাষ্ট্রের জাতীয় খুচরা ফেডারেশনের দায়িত্বশীল কর্মকর্তা ডেভিড ফ্রেঞ্চ সম্প্রতি এক বিবৃতিতে বলেন, হঠাত্ এক সপ্তাহের মধ্যে শুল্ক বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে, তা মার্কিন প্রতিষ্ঠান—বিশেষ করে ক্ষুদ্র আকারের প্রতিষ্ঠানের কার্যক্রম বিশৃঙ্খল করে দেবে। এতে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান কমে যাবে এবং দেশে দ্রব্যমূল্য বেড়ে যেতে পারে।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040