'সংলাপ ও লড়াই' চীন-যুক্তরাষ্ট্রের আর্থ-বাণিজ্যিক সমস্যা সমাধানের পথে স্বাভাবিক অবস্থা হতে পারে: সিআরআই সম্পাদকীয়
  2019-05-09 16:12:20  cri

'সংলাপ ও লড়াই' চীন-যুক্তরাষ্ট্রের আর্থ-বাণিজ্যিক সমস্যা সমাধানের পথে স্বাভাবিক অবস্থা হতে পারে: সিআরআই সম্পাদকীয় মে ৯: মার্কিন বাণিজ্য প্রতিনিধি কার্যালয় গত ৮ মে ঘোষণা করে, আগামী ১০ মে থেকে চীনের ২০ হাজার কোটি মার্কিন ডলার মূল্যের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক ২৫ শতাংশে উন্নীত করার 'পরিকল্পনা' রয়েছে। এরপরই চীন প্রতিবাদ জানিয়ে বলে, সংঘাতময় পরিস্থিতি দু'দেশের জনগণ ও বিশ্বের জন্য ক্ষতিকর। যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ালে চীন পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে। এদিকে, দু'পক্ষের '১১তম চীন-যুক্তরাষ্ট্র আর্থ-বাণিজ্যিক উচ্চ পর্যায়ের সংলাপের' কার্যক্রমও চলছে। এতে বোঝা যায়, সংলাপ ও লড়াই সম্ভবত চীন-যুক্তরাষ্ট্র আর্থ-বাণিজ্যিক সংঘাত সমাধানের পথে স্বাভাবিক অবস্থায় পরিণত হয়েছে। বৃহস্পতিবার চীন আন্তর্জাতিক বেতারের (সিআরআই) সম্পাদকীয়তে এসব মন্তব্য করা হয়েছে।

 চীন ও যুক্তরাষ্ট্রের পৃথক বিবৃতি তুলনা করে দেখা যায়, যুক্তরাষ্ট্রের বিবৃতিতে শুল্ক বাড়ানোর 'পরিকল্পনা' উল্লেখ করা হয়েছে। যার অর্থ, সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগও রয়েছে। ওদিকে, মার্কিন বিবৃতির দু'ঘণ্টার মধ্যেই উত্তর দিয়েছে চীন এবং চীন আগের মতো দৃষ্টিভঙ্গি দেখিয়েছে। চীন বলছে, সংলাপের দরজা খোলা রয়েছে, তবে যুক্তরাষ্ট্র লড়াই অব্যাহত রাখলে চীন শক্তিশালী পাল্টা জবাব দেবে।

সম্পাদকীয়তে বলা হয়, গত ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত চীন-যুক্তরাষ্ট্র আর্থ-বাণিজ্যিক সংলাপে ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে। তবে মাঝখানে বেশ কিছুদিন বাণিজ্যযুদ্ধের পরিস্থিতি বজায় ছিল। এবার দু'পক্ষ নতুন দফা সংলাপ শুরু না করায় যুক্তরাষ্ট্র হঠাত্ শুল্ক বাড়ানোর ঘোষণা দেয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ অবস্থা বহুবার ঘটেছে। এতে অবাক হওয়ার কিছু নেই। চীন সংলাপে বসতে চায়, তবে লড়াই শুরু হলে পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। বাস্তবতা হলো, শুল্ক বাড়ানোর ঘোষণার পাশাপাশি দু'পক্ষের ঐতিহাসিক চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা আছে বলে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া, দেশটি চুক্তিতে পৌঁছানোর পর প্রেসিডেন্টদ্বয়ের বৈঠকের প্রস্তুতি নেওয়ার কথাও বলেছে। এ মতভেদ আচরণ প্রমাণ করে যে, চীন ও যুক্তরাষ্ট্র 'সংলাপ-লড়াই' অবস্থা ও পদ্ধতিগত মতভেদ কমাতে চায় এবং সমঝোতা বাড়াতে চায়। ঠিক এমন প্রেক্ষাপটে চীনের কমিউনিস্ট পার্টি—সিপিসি'র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও উপপ্রধানমন্ত্রী লি হ্য আবারও যুক্তরাষ্ট্র সফরের সিদ্ধান্ত নেন। তিনি ৯ ও ১০ মে ১১তম দফায় 'চীন-যুক্তরাষ্ট্র আর্থ-বাণিজ্যিক উচ্চ পর্যায়ের সংলাপে' যোগ দিতে যুক্তরাষ্ট্র যান। চীন এতে ভয় পায় না, এমনকি কোনো চাপে মাথা নত করার সুযোগও নেই। বরং চীন উপলব্ধি করেছে যে, 'সংলাপ ও লড়াই' উভয়ই চীন-যুক্তরাষ্ট্র আর্থ-বাণিজ্যিক সংঘাত সমাধানের পথে স্বাভাবিক অবস্থা। (রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040