তাইওয়ান সম্পর্কিত একটি বিল পাস করায় যুক্তরাষ্ট্রকে কঠোর মনোভাব দেখিয়েছে চীন
  2019-05-09 15:47:13  cri
মে ৯: তাইওয়ান সম্পর্কিত একটি বিল পাস করেছে মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। এ সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং গতকাল (বুধবার) নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, চীন এর দৃঢ় বিরোধিতা করে এবং যুক্তরাষ্ট্রকে কঠোর মনোভাব জানায়।
কেং শুয়াং বলেন, এ বিলটি 'এক চীন নীতি' এবং 'চীন-যুক্তরাষ্ট্রের তিনটি যৌথ ইস্তাহারের' লঙ্ঘন, এটি চীনের অভ্যন্তরীণ ব্যাপারে বর্বরোচিত হস্তক্ষে
'এক চীন নীতি' ও 'চীন-যুক্তরাষ্ট্রের তিনটি যৌথ ইস্তাহার' অনুযায়ী মার্কিন কংগ্রেসকে এ বিলের পর্যালোচনা বন্ধের তাগিদ দেয় চীন।
(শিশির/তৌহিদ/রুবি)
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040