বাংলাদেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে ১৫৮তম জন্মবার্ষিকী পালিত
  2019-05-08 19:26:03  cri
২৫ বৈশাখ-রবীন্দ্রজয়ন্তী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী। রবীন্দ্রনাথের শিখরস্পর্শী প্রতিভায় উদ্ভাসিত বাংলা সাহিত্য ও সংস্কৃতি। শুধু শিল্প সাহিত্য নয় আমাদের যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে রয়েছে তাঁর প্রভাব।

নানা আয়োজনে বুধবার বিশ্বকবিকে স্মরণ করেছে বাংলাদেশের মানুষ। কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ, নওগাঁর পতিসর ও সিরাজগঞ্জের শাহজাদপুর আয়োজন করা হয় নানা অনুষ্ঠান। শিলাইদহে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী অনুষ্ঠানের। রাজধানী ঢাকায় বাংলা একাডেমী এ উপলক্ষ্যে একক বক্তৃতার আয়োজন করে। রবীন্দ্র পুরস্কার ২০১৯ প্রদান করা হয় অনুষ্ঠানে। এবার অধ্যাপক শফিউদ্দিন আহমেদ, অধ্যাপক বেগম আকতার কামাল ও শিল্পী ইকবাল আহমেদকে রবীন্দ্র পুরস্কার দেয়া হয়। রবীন্দ্রনাথের শিক্ষা ও স্বদেশভাবনা নিয়ে একক বক্তৃতা করেন অধ্যাপক আনোয়ারুল করিম। পরে আবৃত্তি ও রবীন্দ্রসংগীত পরিবেশন করেন শিল্পীরা। এ উপলক্ষে বেতার-টেলিভশন প্রচার করছে নানা অনুষ্ঠান।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040