'এক অঞ্চল, এক পথ'সংশ্লিষ্ট দু'টি প্রতিবেদন মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে: চীন আন্তর্জাতিক বেতারের সম্পাদকীয়
  2019-05-08 16:31:03  cri
মে ৮: চলতি মাসে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগসংশ্লিষ্ট দুটি প্রতিবেদন মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। একটি হচ্ছে চীনের আন্তর্জাতিক অর্থনৈতিক বিনিময় কেন্দ্রসহ দেশি-বিদেশি থিংকট্যাংকের বেইজিংয়ে প্রকাশিত "'এক অঞ্চল, এক পথ'বিষয়ক বাণিজ্য ও বিনিয়োগ সূচক" প্রতিবেদন। এ প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের সংশ্লিষ্ট পরিসংখ্যান অনুযায়ী, বাণিজ্যিক আকারে 'এক অঞ্চল, এক পথ'সংশ্লিষ্ট অর্থনৈতিক সত্ত্বার পরিমাণ উত্তর আমেরিকার অবাধ বাণিজ্যিক অঞ্চলের তুলনায় বড়; যা ইইউ'র পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক ইউনিটে পরিণত হয়েছে। আরেকটি হচ্ছে বিশ্বের খ্যাতিমান মূল্যায়ন সংস্থা মুডিস প্রতিবেদন। প্রতিবেদনে বলা হয়, চীনের উত্থাপিত 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ বড় আকারের অবকাঠামো প্রকল্প নির্মাণের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নকারী দেশে উৎপাদন ক্ষমতা উন্নয়ন এবং সে দেশগুলোর সাম্প্রতিক অর্থনৈতিক উন্নয়ন ও দীর্ঘকালীন প্রবৃদ্ধির সম্ভাবনা বাড়াতে অবদান রেখেছে। আজ (বুধবার) চীন আন্তর্জাতিক বেতারের এক সম্পাদকীয় এসব কথা বলেছে।

সম্পাদকীয়তে বলা হয়, "'এক অঞ্চল, এক পথ'বিষয়ক বাণিজ্য ও বিনিয়োগ সূচক" প্রতিবেদনে বলা হয়, 'এক অঞ্চল, এক পথ' অর্থনৈতিক সত্ত্বায় ২০১৭ সালে বিশ্ব বাণিজ্যে অংশগ্রহণের হার বেড়ে ৫৫.২ শতাংশ ছড়িয়েছে। একই সঙ্গে সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যের পরিমাণ বিশ্ব বাণিজ্যের ১৩.৪ শতাংশ ছড়িয়েছে।

'এক অঞ্চল, এক পথ'বিষয়ক বাণিজ্য ও বিনিয়োগ সূচক" প্রতিবেদন প্রমাণ করে যে, 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাবের ফলে সংশ্লিষ্ট দেশ ও অঞ্চলে বাণিজ্য ও বিনিয়োগ উত্সাহিত হয়েছে। 'এক অঞ্চল, এক পথ'সংক্রান্ত যৌথ নির্মাণকাজ স্থানীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি বিশ্ব অর্থনীতির অচলাবস্থা নিরসনে সহায়ক।

(রুবি/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040