ফেং হুয়াং ছুয়ান ছি
  2019-05-08 15:57:56  cri


ফেং হুয়াং ছুয়ান ছি, চীনের মূল ভূভাগের একটি সংগীত ব্যান্ড। এই নামের অর্থ হলো 'ফিনিক্স লেজেন্ড'। ব্যান্ডের সদস্য দু'জন, তারা হলেন গায়িকা ইয়াং উই লিং হুয়া ও গায়ক জেং ই।

১৯৯৮ সালে গায়ক জেং ই নিজের স্থায়ী চাকরি ছেড়ে সংগীত নিয়ে কাজ করতে চীনের শেনচেন শহরে যান।

একই বছর লিং হুয়াও শেনচেনে যান। পরবর্তীতে জেং ই'র সহকর্মী হন তিনি। তখন দক্ষিণ কোরিয়ার সংগীত চীনে খুবই জনপ্রিয়। তাই লিং হুয়া ও জেং ই নিজের সংগীত দলকে 'খু হুও' নাম দেন। তাদের সংগীত দল শেনচেনে খুব জনপ্রিয় হয়। প্রতি রাতে তাদের ৪ ঘণ্টার অভিনয় অনুষ্ঠিত হয়। এরপর তারা কুয়াংতুং প্রদেশে আয়োজিত 'রেডিও ও টিভি'র নতুন কণ্ঠশিল্পীর' প্রতিযোগিতায় অংশ নেন এবং চূড়ান্ত প্রতিযোগিতা পর্যন্ত পৌঁছে যান।

১৯৯৯ সালের মে মাসে, লিং হুয়া, জেং ই ও ইয়াং চিয়ে তিন জন 'ফা শেন জিং' সংগীত দল গঠন করেন। দলের নামের অর্থ হল 'পাগল হয়ে যাওয়া'। তারা এই বিশেষ নামের মাধ্যমে সবার মনে ছাপ ফেলতে চেয়েছিলেন। ২০০০ সালে চাং চিয়ে এই দল থেকে সরে যান।

২০০৩ সালে চীনে সার্স ভাইরাস ছড়িয়ে পড়ে। তখন গীতিকার হ্য মু ইয়াং সার্স প্রতিরোধে একটি দল গঠন করেন এবং এই গানে তিনি লিং হুয়া ও জেং ই'র সঙ্গে সহযোগিতা করেন। এই গানের নাম হলো 'চাঁদের ওপরে'। গানটি প্রকাশের পরপরই চীনে অনেক জনপ্রিয় হয়ে ওঠে।

২০০৪ সালের এপ্রিল মাসে, লিং হুয়া ও জেং ই নিজের দলের নাম পরিবর্তন করে 'ফেং হুয়া ছুয়ান ছি' রাখেন। ২০০৫ সালে চীনের সিসিটিভি'র সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠান 'সিংগুয়াংতাতাও'-এ যোগ দেয় ফেং হুয়াং ছুয়ান ছি। দলটি সেই বছর দ্বিতীয় পুরস্কার জয় করে। এর মাধ্যমে ফেং হুয়াং ছুয়ান ছি চীনা দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠে।

২০০৭ সালে ফেং হুয়াং ছুয়ান ছি অ্যালবাম 'সৌভাগ্য' প্রকাশ করে। ২০১০ সালে তারা 'পদ্ম পুকুরে চাঁদের দৃশ্য' নামে সংগীতানুষ্ঠান আয়োজন করেন।

২০০৮ সালে ফেং হুয়াং ছুয়ান ছি চীনের কেন্দ্রীয় টেলিভিশন-সিসিটিভি'র লন্ঠন উত্সবের মঞ্চে ওঠে এবং 'অবাধে ওড়া' গানটি পরিবেশন করে।

২০১২ সালে ফেং হুয়াং ছুয়ান ছি আরেকটি গান প্রকাশ করে। গানের নাম 'শ্রেষ্ঠ জাতীয় ঐতিহ্য'। গানটি সেই বছর চীনের শ্রেষ্ঠ দশটি গানের তালিকার চ্যাম্পিয়ন হয়।

২০১৪ সালের ৩০ জুলাই তাদের অ্যালবাম 'সবচেয়ে ভালো যুগ' মুক্তি পায়।

২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি, ফেং হুয়াং ছুয়ান ছি চীনের কেন্দ্রীয় টেলিভিশন-সিসিটিভি'র বার্ষিক সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান বসন্ত উত্সবের অনুষ্ঠানের মঞ্চে গান পরিবেশন করে।

২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি ফেং হুয়াং ছুয়ান ছি আবারও চীনের বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় এবং গান 'সুন্দর চীন' পরিবেশন করে। একই বছরের ১৮ জানুয়ারি ফেং হুয়াং ছুয়ান ছি চীনের আনহুই টেলিভিশনের বসন্ত উত্সবের মঞ্চে ওঠে।

২০১৮ সালের ২২ জানুয়ারি, ফেং হুয়াং ছুয়ান ছি চলচ্চিত্র 'মাংস্টার হান্টিং'-এর জন্য থিম সং গায়। একই বছর ১৫ ফেব্রুয়ারি তারা ২০১৮ সালের সিসিটিভি'র বসন্ত উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে মূলত আপনাদেরকে চীনের জনপ্রিয় সংগীত ব্যান্ড ফেং হুয়াং ছুয়ান ছি'র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাদের কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি গানগুলো আপনাদের ভালো লেগেছে।

আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবার কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040