সংগীতশিল্পী সুবীর নন্দীর মৃত্যু, রাষ্ট্রপতির শোক
  2019-05-07 19:00:43  cri
বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী আর নেই। মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

কিডনি ও হৃদরোগে আক্রান্ত সুবীর নন্দীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিএমএইচ থেকে ৩০ এপ্রিল সিঙ্গাপুর নেয়া হয়। সোমবার পর্যন্ত সেখানে তার তিন দফা হার্ট অ্যাটাক হয়। বুধবার সকালে সুবীর নন্দীর মরদেহ ঢাকায় আনা হবে। সর্বস্তরের মানুষে শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১১টায় মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। দুপুরে সবুজবাগ বরেদেশ্বরী কালিমন্দির শ্বশান ঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। সুবীর নন্দীর মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

দীর্ঘ চার দশকের সংগীত জীবনে আড়াই হাজার গান গেয়েছেন সুবীর নন্দী। রাষ্ট্রীয় একুশে পদকসহ ভূষিত হয়েছেন নানা সম্মাননায়। কেন ভালোবাসা হারিয়ে যায়, হাজার মনের কাছে, আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি, কতো যে তোমাকে বেসেছি ভালো, আমার এ দুটি চোখ, একটা ছিল সোনার কইন্যা, ও আমার উড়াল পঙ্খিরের মতো অসংখ্য কালজয়ী গানের মধ্য দিয়ে শ্রোতাদের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন নন্দিত এই শিল্পী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040