রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
  2019-05-07 18:59:53  cri
রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পরিমিত পণ্যক্রয় ক্যাম্পেইন শুরু হয়েছে মঙ্গলবার থেকে। রাজধানীর কারওয়ান বাজারে দেড়শো টাকায় ৮ ধরনের সবজি বিক্রির এ ক্যাম্পেইন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী একসঙ্গে অনেক পণ্য না কিনতে সবার প্রতি আহ্বান জানান। আর নিত্যপণ্যের দাম না বাড়াতে বলেন ব্যবসায়ীদের। মজুদদার ও চাঁদাবাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ার দেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম পণ্য তালিকা টানিয়ে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। আর র‌্যাব মহাপরিচালক বেনজির আহমেদ আইন সংশোধন করে খাদ্যে ভেজাল মেশানোর শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানান।

মাহমুদ হাশিম, ঢাকা থকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040