190507music
|
১৯৮১ সালের ২৭ মার্চ, লি জুন চিয়ে সিংগাপুরের একটি শিল্পী পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মা'র সাহায্যে লি জুন চিয়ে ৪ বছর বয়স থেকে ক্লাসিক্যাল পিয়ানো শিখতে শুরু করেন। লি জুন চিয়ে একটু লাজুক ছিলনে এবং তিনি অন্যের সঙ্গে কথা বলতে পছন্দ করতেন না, তবে সংগীতের মাধ্যমে তিনি মানুষের সঙ্গে যোগাযোগের ভালো একটি পদ্ধতি খুঁজে পান।
ছোটবেলা থেকে লিন জুন চিয়ে নিজের বড় ভাইকে আদর্শ হিসেবে দেখেন এবং বড় ভাই যা করতেন, লিন জুন চিয়েও তাই করতেন। পপ সংগীত শেখার পর লিন জুন চিয়ে সংগীতের অনুরাগী হয়ে ওঠেন।
১৯৯৬ সাল থেকে লিন জুন চিয়ে বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেন। তিনি পর পর বেশ কয়েকটি সুর তৈরি এবং গান গাওয়া প্রতিযোগিতার বড় পুরস্কার পান।
১৯৯৯ সালে একটি 'কণ্ঠশিল্পী প্রশিক্ষণ ক্লাসে' একটি সংগীত কোম্পানি লিন জুন চিয়ের প্রতিভা খেয়াল করে। যদিও লিন জুন চিয়ে খুব কম কথা বলেন, তবে সংগীত সম্পর্কে তার অনুরাগ, তার ভালোবাসা সবাইকে মুগ্ধ করেছে।
স্কুলে লিন জুন চিয়ে অনেক ভালো লেখাপড়া করতেন। যখন সংগীত কোম্পানি লিন জুন চিয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে চেয়েছিল, তখন আসলে লিন জুন চিয়ে সিঙ্গাপুরের প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয়ে ভর্তির অনুমোদন পেয়েছিলেন। তবে সংগীতের স্বপ্নের জন্য লিন জুন চিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হয়ে সংগীত কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। এরপর আনুষ্ঠানিকভাবে তার সংগীত জীবন শুরু হয়।
সিঙ্গাপুরের আইনানুসারে, পুরুষদের সেনাবাহিনীতে সামরিক সেবা দিতে হয়। লিন জুন চিয়ে সামরিক বাহিনীতে সেবা দেন। বাহিনীতে তিনি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন এবং অনেক অভিজ্ঞতা অর্জন করেন।
২০০৩ সালে লিন জুন চিয়ের প্রথম অ্যালবাম 'সংগীতের যাত্রী' প্রকাশিত হয়। ২০০৪ সালে তার অ্যালবাম 'দ্বিতীয় স্বর্গ'-এর অন্যতম গান 'জিয়াং নান' সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। এ কারণে লিন জুন চিয়ে সবার কাছে পরিচিত হয়ে ওঠেন।
২০১৪ সালে লিন জুন চিয়ে অ্যালবাম 'তোমার কারণে' তাইওয়ানের ২৫তম গোল্ডেন মেলডি অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ চীনা ভাষার কণ্ঠশিল্পীর পুরস্কার জিতে নেন।
২০১৬ সালে লিন জুন চিয়ের অ্যালবাম 'নিজের সঙ্গে আলাপ' তাইওয়ানের ২৭তম গোল্ডেন মেলডি অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ চীনা ভাষার কণ্ঠশিল্পীর পুরস্কার জয় করে। একই বছর তার অ্যালবাম 'শোনো-লিন জুন চিয়ে' প্রকাশিত হয়।
২০১৭ সাল পর্যন্ত লি জুন চিয়ে মোট ১৩টি অ্যালবাম প্রকাশ করেছেন এবং কয়েকশ' গান রচনা করেছেন।
২০০৭ সালে লিন জুন চিয়ে নিজের সংগীত কোম্পানি JFJ Productions স্থাপন করেন। ২০০৮ সালে তার নিজের ফ্যাশন কোম্পানি এমএমজি গঠিত হয়।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে মূলত আপনাদেরকে চীনের জনপ্রিয় গায়ক লিন জুন চিয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি গানগুলো আপনাদের ভালো লেগেছে।
আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবার কথা হবে।
(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)