'চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর' প্রকল্পের কাসিম পাওয়ার স্টেশনে উত্পাদনের নতুন রেকর্ড
  2019-05-07 09:45:25  cri
মে ৭: 'চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর' প্রকল্পের আওতায় নির্মিত কাসিম পাওয়ার স্টেশন উত্পাদনের ক্ষেত্রে সম্প্রতি নতুন রেকর্ড সৃষ্টি করেছে। গতকাল (সোমবার) এই তথ্য জানানো হয়।

আনুষ্ঠানিকভাবে উত্পাদনে যাবার পর থেকে কেন্দ্রটি এ পর্যন্ত ১০০০ কোটি কিলোওয়াট-ঘন্টা বিদ্যুৎ উত্পাদন করেছে, যা এ সময়কালে পাকিস্তানের মোট উত্পাদিত বিদ্যুতের ১০ শতাংশ। কাসিম পাওয়ার স্টেশন চীনের বিদ্যুৎ নির্মাণ গোষ্ঠী ও কাতার রাজপরিবারের এএমসি কোম্পানির যৌথ বিনিয়োগে নির্মিত। বিদেশে কোনো বিদ্যুৎ-কেন্দ্রে চীন এর আগে এতো বেশি বিনিয়োগ করেনি।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৫ এপ্রিল কাসিম পাওয়ার স্টেশন আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উত্পাদন শুরু করে। (ওয়াং হাইমান/আলিম/ছাও ইয়ান হুয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040