এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৮২.২০ শতাংশ, প্রধানমন্ত্রীর অভিনন্দন
  2019-05-06 19:08:15  cri
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে সোমবার। এবার গড় পাসের হার ৮২.২০ শতাংশ। বেড়েছে জিপিএ ৫ প্রাপ্তর সংখ্যা। এবারও মেয়েরা ভালো করেছে পরীক্ষায়।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির হাতে ফলাফল তুলে দেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। চলতি বছর ৮টি সাধারণ এবং কারিগরি ও মাদ্রাসা বোর্ডে মোট ২১ লাখ ২৭ হাজার ৮১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ জন। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। এদিকে লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিফোনে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়েছেন। যারা পরীক্ষায় ভালো করতে পারেনি তাদের হতাশ না হয়ে পড়ালেখায় মনোযোগী হতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040