'এশীয় সভ্যতার সংলাপ সম্মেলনের' মাধ্যমে চীন ও ভারতের সম্পর্ক উন্নত হবে: চীনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত
  2019-05-06 16:00:54  cri

মে ৬: বেইজিংয়ে অনুষ্ঠিত হবে 'এশীয় সভ্যতার সংলাপ সম্মেলন'। ভারতের একটি প্রতিনিধিদল এতে অংশগ্রহণ করবে। চীনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ভিক্রম মিসরি সম্প্রতি চীন আন্তর্জাতিক বেতার—সিআরআইকে দেওয়া এক সাক্ষাতকারে এ তথ্য জানান। তিনি আশা করেন, এ সম্মেলনের মাধ্যমে চীন-ভারতের সংলাপ ও সাংস্কৃতিক বিনিময় জোরদার হবে এবং সম্পর্ক উন্নত হবে।

ভিক্রম মিসরি বলেন, ভারত ও চীন এশিয়ার দুটি পুরানো সভ্যতা। প্রাচীনকাল থেকে দু'দেশের মধ্যে নানা ধরনের বিনিময় ও যোগাযোগ বজায় রয়েছে। বর্তমানে, ভারত ও চীনের মধ্যে বাণিজ্য, পর্যটন, সংস্কৃতি ও শিক্ষাসহ নানা খাতে ঘনিষ্ঠ বিনিময় বজায় রয়েছে। এবারের সম্মেলন দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে ভালো সুযোগ সৃষ্টি করেছে।

২০২০ সালে ভারত ও চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকী উদযাপিত হবে। এতে দু'দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে প্রত্যাশা করেন ভারতের রাষ্ট্রদূত।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040