সুরের ধারায়--'F.I.R'
  2019-05-09 08:41:25  cri



'F.I.R' চীনের তাইওয়ানের একটি জনপ্রিয় সংগীত দল। আসলে শুধু তাইওয়ানে নয়, চীনের সংগীত মহলে সবচেয়ে জনপ্রিয় সংগীত দল এটি। গায়কের শক্তিশালী কণ্ঠ ও প্রফুল্ল সুরের জন্য তাদের গান খুব আকর্ষণীয় এবং একসময় চীনের পপ সংগীতের প্রতিনিধিত্বকারী দল এটি। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে সংগীত দল 'F.I.R'-এর সঙ্গে আপনাদের পরিচয়ে করিয়ে দেবো এবং তাদের কিছু সুন্দর গান শোনাবো।

অনুষ্ঠানের শুরুতে 'F.I.R'-এর সবচেয়ে বিখ্যাত ও জনপ্রিয় একটি গান 'আমাদের ভালোবাসা' শুনুন। গানটি ২০০৪ সালে প্রকাশিত হয় এবং সে বছর শ্রেষ্ঠ চীনা গানের পুরস্কার পায়। ১৫ বছর ধরে গানটি বেশ জনপ্রিয়। বন্ধুরা, এখন গানটি শুনুন।

২০০২ সালে তাইওয়ানের প্রযোজক ছেন চিয়ান নিং সংগীত দল 'F.I.R' গঠন করেন। দলে তিনি কিবোর্ড বাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তার সঙ্গে প্রধান গায়ক ফেই ও দু'জন গিটারিস্ট আছে। 'F.I.R' পপ সংগীতের সঙ্গে রক, জ্যাজসহ বিভিন্ন ধরনের গান গায়। ২০০৪ সালে 'F.I.R' তাদের প্রথম অ্যালবাম প্রকাশ করে, আর প্রথম অ্যালবামটি বেশ সফল হয়। অ্যালবামের প্রায় সব গান অনেক জনপ্রিয় হয়। অল্প সময়ের মধ্যে 'F.I.R' একটি নতুন সংগীত দল হিসেবে আত্মপ্রকাশ করে।

বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামের সবচেয়ে জনপ্রিয় একটি গান 'Lydia'। এই গান ২০০৫ সালে বিভিন্ন সংগীত পুরস্কার পায়। গানটি রচনার অনুপ্রেরণা হচ্ছে একটি স্পেনীয় মেয়ে। গানে একটি মেয়ের দুঃখ ও প্রেমের কথা বলা হয়। প্রধান গায়ক ফেইয়ের শক্তিশালী কণ্ঠে গানটি অনেক মুগ্ধ ও আকর্ষণীয় হয়ে উঠেছে। বন্ধুরা, এখন গানটি শোনা যাক।

এবার আমরা শুনবো 'তোমার হাসি' গানটি। এই গানও 'F.I.R'-এর প্রথম অ্যালবামের খুব জনপ্রিয় একটি গান। এটি খুব প্রফুল্ল ও মিষ্টি সুরের গান। বন্ধুরা, চলুন গানটি শুনি।

সংগীত দল 'F.I.R'-এর চীনা নাম হচ্ছে 'ফেই আর', অর্থাত 'উড়ে যাক'। এই নামের মতো তাদের ধারণাও হচ্ছে- সংগীতের মাধ্যমে মানুষকে নিজ স্বপ্ন অনুসরণে উত্সাহিত করা। বন্ধুরা, এখন আমরা শুনবো 'F.I.R'-এর গান 'আমি উড়তে চাই'। গানে বলা হয়: আমি উড়তে চাই। নিজের সীমা অতিক্রম করার সাহস আছে। স্বপ্ন অনুসরণের জন্য চেষ্টা করবো, বিশ্বাস করি দুঃখের পর সাফল্য আসবে।

সংগীতের কোনো সীমানা নেই। এটিও 'F.I.R-এর সংগীতের ধারণা। তারা শুধু চীনের গল্প বলে—তাই নয়, ভালোবাসা ও প্রত্যাশা, শান্তি ও যুদ্ধ এমনকি মানবজাতির অভিন্ন বিষয়ে গান তৈরি করে। তাদের গানে বিভিন্ন দেশ ও জাতির সংগীত বৈশিষ্ট্য শোনা যায়। এমন সংগীতচিন্তা নিয়ে 'F.I.R' 'সীমাহীন' নামে একটি অ্যালবাম প্রকাশ করে। বন্ধুরা, এখন অ্যালবামের একটি ব্রিটিশ কিংবদন্তি The Thorn Birds অনুসারে রচিত গান 'সহস্রাধিক বছরের ভালোবাসা' শুনবো।

এবার আমরা শুনবো 'F.I.R'-এর খুব চীনা বৈশিষ্ট্যময় একটি গান। গানের নাম 'ইয়ু ইয়া উয়ান' অর্থাত 'ক্রিসেন্ট লেক' (Crescent Lake)। ক্রিসেন্ট লেক হচ্ছে চীনের কানসু প্রদেশের তুনহুয়াং শহরের একটি বিখ্যাত প্রাকৃতিক দৃশ্য। বড় মরুভূমির ক্রিসেন্ট লেক সবার কাছে পরিচিত। প্রাচীনকাল থেকেই রেশমপথের এই অংশ নিয়ে অসংখ্য গল্প রয়েছে। বন্ধুরা, এখন এই সুন্দর গান 'ক্রিসেন্ট লেক' শুনবো।

অনুষ্ঠানের শেষে আমরা 'F.I.R'-এর আরো একটি সুন্দর গান 'উড়ে যাও' শুনবো। গানের কথায় বলা হয়: নতুন দিনে অতীতের কথা ভুলে যাক। স্বপ্ন অনুসরণের পথ এত সহজ নয়, তবে আমি আরও সাহসী হবো। সামলে উড়ে যাক! ভবিষ্যতে যত বাধা থাকুক না কেন, আমি অবিচল থাকবো, ভয় পাব না!

আশা করি, তাদের গান শুনে আপনিও কিছুটা উত্সাহ পাবেন।

 (তুহিনা/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040