ঘূর্ণিঝড় ফণীর ক্ষয়ক্ষতি দ্রুত নিরূপণ করে সহায়তা দিন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2019-05-05 19:31:22  cri
ঘূর্ণিঝড় ফণীর ক্ষয়ক্ষতি দ্রুততম সময়ে নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানানো হয়। প্রশাসনে পাশাপাশি আওয়ামী লীগ নেতাকর্মীদেরও দুর্গতের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা। ঘূর্ণিঝড়ে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে প্রধানমন্ত্রী তাদের শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। এদিকে এরই মধ্যে দুর্গত অঞ্চলে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ শুরু করেছে সরকারের বিভিন্ন বিভাগ, জনপ্রতিনিধি ও বিভিন্ন বেসরকারি সংস্থা। সেনা, নৌ ও বিমান বাহিনীও রয়েছে দুর্গত এলাকায়। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. নজিবুর রহমান রোববার উধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ত্রাণ ও পুনর্বাসন তৎপরতা পরিচালনায় প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040