শ্রীলংকার নিরাপত্তা ও উন্নয়নে চীনের সমর্থন প্রয়োজন: প্রেসিডেন্ট সিরিসেনা
  2019-05-05 10:54:19  cri
মে ৫: শ্রীলংকার প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা গতকাল (শনিবার) কলম্বোয় চীনের রাষ্ট্রদূত ছেং স্যুয়ে ইউয়ানের সঙ্গে সাক্ষাতে বলেন, তাঁর দেশের নিরাপত্তা ও উন্নয়নে চীনের সমর্থন প্রয়োজন।

শ্রীলংকার সবচেয়ে কঠিন সময়ে চীনের দৃঢ় সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানান সিরিসেনা। সম্প্রতি তাঁর দেশে ধারাবাহিক সন্ত্রাসী হামলার পর চীনাদের শোক ও সমবেদনা প্রকাশের কথা স্মরণ করে তিনি বলেন, তাঁর দেশ চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে নিরাপত্তাবিষয়ক সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক।

এসময় চীনা রাষ্ট্রদূত ছেং বলেন, চীনা সরকার ও চীনা জনগণ দৃঢ়ভাবে শ্রীলংকান সরকার ও জনগণের পাশে থাকবে এবং লংকার জাতীয় নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়নকে সমর্থন দিয়ে যাবে। (জিনিয়া/আলিম/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040