ঘূর্ণিঝড় ফণীর আঘাতে বাংলাদেশে ৬ জন নিহত
  2019-05-05 10:11:54  cri

মে ৫: শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী গতকাল (শনিবার) বাংলাদেশে আঘাত হানে। এর প্রভাবে দিনভর দেশজুড়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। ঝড়ের সময় ঘরচাপা, গাছচাপা, ও পানিতে ডুবে কমপক্ষে ৬ জন নিহত হন; আহত হন আরও প্রায় ৬০ জন।

ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে খুলনা ও এর আশেপাশের এলাকায় আঘাত হানে এবং উত্তর-পূর্ব দিকে বয়ে চলে। এর প্রভাবে কয়েক শ' বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, কিছু গাছপালা উপড়ে গেছে। ঝড়ের কারণে কিছু কিছু এলাকার রেলপথ, বিমানবন্দর ও নৌবন্দর বন্ধ করে দিতে হয়েছে।

বাংলাদেশের দুর্যোগ ও ত্রাণ বিভাগের কর্মকর্তা সিনহুয়াকে ঘূর্ণিঝড়ে ৬ জন নিহত হবার খবর জানালেও, স্থানীয় তথ্যমাধ্যমের খবর অনুসারে নিহতের সংখ্যা ১৪।

এদিকে, বাংলাদেশের আবহাওয়া ব্যুরোর একজন কর্মকর্তা জানান, ফণী দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে। তবে খারাপ আবহাওয়া কয়েকদিন স্থায়ী হবে। (শুয়েই/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040