'সময়ের গল্প'
  2019-05-05 09:17:41  cri



বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতে আমি আপনাদেরকে 'সময়ের গল্প' নামের গান শোনাবো; গেয়েছেন চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী লুও দা ইয়ৌ। তিনি ১৯৫৪ সালের ২০ জুলাই চীনের তাইওয়ানের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি একজন গীতিকার, কন্ঠশিল্পী, সংগীতজ্ঞ ও লেখক। ১৯৭২ সালে তিনি ছিলেন একটি শিক্ষার্থী ব্যান্ডের কিবোর্ড প্লেয়ার। ১৯৭৪ সালে তিনি প্রথম সংগীত রচনা করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'সময়ের গল্প' নামের গান শোনাবো। গানটি ১৯৮১ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন লুও দা ইয়ৌ'র কন্ঠে 'সময়ের গল্প' নামের গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী ল্যু ওয়েন খ্যে'র কন্ঠে গান শোনাবো। তিনি ১৯৩০ সালের ১৬ অগাষ্ট জন্মগ্রহণ করেন এবং ১৯৯৭ সালের ১৬ নভেম্বরে মারা যান। ছোটবেলায় জন্মস্থানে চীনা আঞ্চলিক অপেরা শুনতে পছ্ন্দ করতেন। ১৯৪৪ সালে তিনি রেলপথের শ্রমিকের কাজ শুরু করেন। ১৯৪৯ সালে তিনি শি চিয়া চুয়াং শহরের সংস্কৃতি ও শিল্প গ্রুপ, হ্যপেই শিল্প বিদ্যালয় এবং স্থাপত্য সংস্কৃতি ও শিল্প গ্রুপে শিক্ষা ও কাজ শুরু করেন। ১৯৫৩ সালে তিনি কেন্দ্রীয় সরকারের স্থাপত্য প্রকল্প বিভাগের সংস্কৃতি ও শিল্প গ্রুপের উপ-প্রধানের দায়িত্ব পালন শুরু করেন। আজকের অনুষ্ঠানে 'এই উঁচু স্যিংআনলিং পর্বতে আরোহণ' নামের গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন ওয়েন খ্যে'র কন্ঠে 'এই উঁচু স্যিংআনলিং পর্বতে আরোহণ' নামের গান। এখন আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী মাছি'র কন্ঠে গান শোনাবো। তিনি ১৯৬৮ সালে ইনার মঙ্গোলিয়ার এর্দোসে জন্মগ্রহণ করেন। তিনি ঐতিহ্যবাহী গানগুলোতে পপ সংগীতের বৈশিষ্ট্য যোগ করেন। সাম্প্রতিক বছরগুলোয় মাছি ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে ওঠেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'রূপালি রঙের ইয়ার্টস' নামের গান শোনাবো।

বন্ধুরা, শুনছিলেন মঙ্গোলীয় জাতির নারী কন্ঠশিল্পী মাছি'র কন্ঠে গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী মাই জি জিয়ে'র সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তাঁর জন্মদিন ৯ জুলাই। তিনি একজন কন্ঠশিল্পী। ১৯৯৪ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি চারটি অ্যালবাম প্রকাশ করেন। এ ছাড়াও তিনি চলচ্চিত্র ও টিভি সিরিজের থিম সং গেয়েছেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'ভালবাসার জন্য' শীর্ষক গান শোনাবো। গানটি ২০১১ সালে প্রকাশিত একটি চলচ্চিত্রের থিম সং। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।

বন্ধুরা, শুনছিলেন মাই জি জিয়ে'র কন্ঠে গান। এখন আমি আপনাদেরকে মান জিয়াংয়ের কন্ঠে গান শোনাবো। তিনি ১৯৭৩ সালের ৯ জানুয়ারি বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি একজন পপ কন্ঠশিল্পী ও সংগীত-প্রযোজক। ১৯৯৮ সালে তিনি প্রথম সংগীত প্রকাশ করেন। একই বছরে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৯ সালে তিনি প্রথম ইপি প্রকাশ করেন। ২০০০ সালে তিনি প্রথম টিভি সিরিজে অভিনয় করেন। ২০০১ সালে তৃতীয় ও ২০০৪ সালে চতুর্থ অ্যালবাম প্রকাশ করেন। ২০১৮ সালে তিনি অষ্টাদশ চীনা ভাষা সংগীত গণমাধ্যম প্রতযোগিতায় শ্রেষ্ঠ কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'আশ্চর্য' নামের গান শোনাবো। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, শুনছিলেন মান জিয়াংয়ের কন্ঠে 'আশ্চর্য' নামের গান। এখন আমি আপনাদেরকে মান ওয়েন জুন'র কন্ঠে 'তোমাকে বুঝি' শীর্ষক গান শোনাবো। তিনি ১৯৬৯ সালের ২২ এপ্রিল বেইজিংয়ের ফিংকু এলাকায় জন্মগ্রহণ করেন। ১৯৮৬ সালে তিনি বেইজিংয়ের কৃষক কন্ঠশিল্পী প্রতিযোগিতায় অংশ নিয়ে আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে প্রবেশ করেন। ১৯৯৬ সালে তিনি সিসিটিভি'র জাতীয় যুব কন্ঠশিল্পী প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন। ২০১৫ সালে তিনি অষ্টাদশ অ্যালবাম প্রকাশ করেন। আশা করি, আপনারা তাঁর কন্ঠে 'তোমাকে বুঝি' নামের গানটি পছন্দ করবেন।

(ছাই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040