ফণীতে বড় ক্ষয়ক্ষতি না হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তোষ
  2019-05-04 19:01:53  cri
ঘূর্ণিঝড় ফণীতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় শুকরিয়া জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ঝড় থেমে যাওয়ার পর উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান সচিবালয়ে সংবাদ সম্মেলনে বলেছেন, সরকারের সমন্বিত উদ্যোগের কারণে ফণীর ক্ষয়ক্ষতি কমানো গেছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে ক্ষয়ক্ষতি নিরূপণ করে ত্রাণ ও পুনর্বাসনের উদ্যোগ নেয়া হবে বলে জানান তিনি। ঝড়ে নিহতদের পরিবার প্রতি ২০ হাজার টাকা করে দেয়া হবে বলে জানান মন্ত্রী। ভবিষ্যতেও সরকার সমন্বিত উদ্যোগে দুর্যোগ মোকাবেলা করবে বলে জানান ত্রাণ প্রতিমন্ত্রী।

মাহমুদা হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040