বাংলাদেশে ঘূর্ণিঝড় ফণীর বিপদ কেটে গেছে, ঝড়-বৃষ্টি-বজ্রপাতে নিহত অন্তত ১৬
  2019-05-04 19:01:25  cri

শনিবার ভোরে বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে বিভিন্ন স্থানে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। তবে দুপুরের পরে ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়ে দুর্বল হয়ে পড়ে।

ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে আঘাত হানার পর কিছুটা দুর্বল হয়ে শনিবার ভোরে খুলনা, সাতক্ষীরা ও যশোর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ফণী। এর প্রভাবে প্রায় সারাদিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়-বৃষ্টি হয়। নদনদীর পানি বেড় বিভিন্ন স্থানে প্লাবিত হয় বহু গ্রাম। ঝড়ে গাছ চাপা ও বাড়িঘর বিধ্বস্ত হয়ে এবং বজ্রপাতে ১৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত ৩০ জন। বিকাল থেকেই ঘরবাড়িতে ফিরতে শুরু করে সাইক্লোন সেন্টারে আশ্রয় নেয়া মানুষজন। ঝড় থেমে যাওয়ায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু হয়েছে সারা দেশে। রোববার সকাল থেকে অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল শুরু হবে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040