"যুক্তরাষ্ট্রের উচিত 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের ফলে সৃষ্ট উন্নয়নের সুযোগ হেলায় না-হারানো"(অর্থ-কড়ি; ৪ মে ২০১৯)
  2019-05-04 19:23:09  cri


১. যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত ছুই থিয়েন খেই গত ২৩ এপ্রিল মার্কিন ফর্চুন ম্যাগাজিনে স্বনামে প্রকাশিত নিবন্ধে বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের ফলে সৃষ্ট উন্নয়নের সুযোগ হেলায় না-হারানো।

নিবন্ধে ছুই থিয়েন খেই বলেন, প্রাচীন রেশমপথের চেতনার আলোকে 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাব উত্থাপিত হয়েছে। বর্তমানে এ উদ্যোগ বৈশ্বিক সহযোগিতার প্ল্যাটর্ফম ও চালিকাশক্তিতে পরিণত হয়েছে। ১২০টিও বেশি দেশ ও ২৯টিরও বেশি আন্তর্জাতিক সংস্থা চীনের সঙ্গে এ উদ্যোগের আওতায় সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষর করেছে।

ছুই থিয়েন খেই বলেন, 'এক অঞ্চল, এ পথ' উদ্যোগ অপূর্বভাবে বিশ্বকে সংযুক্ত করেছে। অথচ যুক্তরাষ্ট্র এ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। এতে দেশটি উন্নয়নের একটি চমত্কার সুযোগ হারাবে।

তিনি আরও বলেন, Honeywel-সহ বেশকয়েকটি মার্কিন কম্পানি চীনের সঙ্গে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগের আওতায় সহযোগিতা চালাচ্ছে। এ উদ্যোগে অন্যান্য মার্কিন কম্পানির অংশগ্রহণকেও স্বাগত জানাবে চীন।

২. চীনের কেন্দ্রীয় ব্যাংক (গণব্যাংক) চীনা মুদ্রা আরএমবি (ইউয়ান)-র পঞ্চম সংস্করণের আপগ্রেডেশান করেছে। আগামী ৩০ অগাস্ট থেকে বাজারে নতুন নোট ও কয়েন ছাড়া হবে বলে সম্প্রতি গণব্যাংক জানিয়েছে।

ব্যাংক জানায়, ৫০, ২০, ১০, ও ১ ইউয়ানের নতুন নোট এবং এক ইউয়ান, ৫০ ফেন ও ১০ ফেন-এর নতুন কয়েন বাজারে আসবে। এর আগে ২০১৫ সালের নভেম্বরে ১০০ ইউয়ানের নতুন সংস্করণ বাজারে ছাড়া হয়েছিল।

ব্যাংক আরও জানায়, বিভিন্ন আর্থিক ও ব্যবসা-প্রতিষ্ঠান নিজ নিজ ম্যাশিন আপগ্রেডিংয়ের কাজ করছে, যাতে নতুন নকশার নোট ম্যাশিনগুলো চিহ্নিত করতে পারে।

৩. এবার 'আন্তর্জাতিক শ্রম দিবস' উপলক্ষ্যে ৩ দিনের স্থলে ৪ দিন সরকারি ছুটি পেয়েছে চীনারা। এই ছুটিতে আনুমানিক ১৬ কোটি চীনা দেশের অভ্যন্তরে ভ্রমণ করেছেন। এক্ষেত্রে তাদের সবচেয়ে প্রিয় ভ্রমণস্থানগুলোর মধ্যে ছিল বেইজিং , সু চৌ, শেন চেন, শাংহাই, হাং চৌ, নান চিং, ছেং তু, থিয়ান চিন ও সি আন।

এক পরিসংখ্যান অনুসারে, মে দিবসের ছুটিতে বিদেশে চীনা পর্যটকদের সংখ্যা গত বছরের চেয়ে ৮ শতাংশ বেড়েছে। থাইল্যান্ড, জাপান, সিঙ্গাপুর, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীনের তাইওয়ান, মালদ্বীপ ও ফিলিপিন্স হচ্ছে তাদের জনপ্রিয় গন্তব্যস্থল।

এদিকে, শ্রম দিবসের ছুটিতে রাজধানী বেইজিংয়ে বিভিন্ন রকমের ৩০৪টি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

৪. চীনে ভারতীয় দূতাবাসের উদ্যোগে, সম্প্রতি 'ভারত—হু পেই বাণিজ্য সেমিনার' চীনের হু পেই প্রদেশের রাজধানী উ হানে অনুষ্ঠিত হয়। চীনে ভারতের রাষ্ট্রদূত ভিক্রম মিসরি এবং উ হানের উপ-মেয়র সু হুং লানসহ ৩ শতাধিক প্রতিনিধি সেমিনারে উপস্থিত ছিলেন। সেমিনারে অংশগ্রহণকারীরা চীন-ভারত দ্বিপক্ষীয় বিনিয়োগ ও সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন। সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল: 'সুযোগ অনুসন্ধান এবং সহযোগিতা জোরদার করা'।

সেমিনারে ভারতীয় রাষ্ট্রদূত বলেন, ভারত ইতোমধ্যেই বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির হারও ৭ থেকে ৮ শতাংশের মধ্যে রয়েছে। তা ছাড়া, চীনের মতো ভারতও এক বিশাল বাজার। এখানে বাণিজ্য ও বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে। ইতোমধ্যেই ভারতে পুঁজি বিনিয়োগ করেছে অনেক চীনা কোম্পানি। বিশেষ করে, চীনের হু পেই প্রদেশের কোম্পানিসমূহ ভারতে বিনিয়োগ করে লাভবান হচ্ছে।

৫. সম্প্রতি তিব্বতের ৪টি শিল্পপ্রতিষ্ঠান নেপালসহ তিনটি দেশের সঙ্গে ৫টি সহযোগিতামূলক প্রকল্পচুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিগুলোর মোট আর্থিক মূল্য ১১৫ কোটি মার্কিন ডলার।

তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের বাণিজ্য বিভাগের বৈদেশিক বাণিজ্যকেন্দ্রের উপ-মহাপরিচালক ওয়াং ইং ফেং বলেন, তিব্বতি শিল্পপ্রতিষ্ঠানগুলোর বৈদেশিক সহযোগিতার ক্ষেত্র ক্রমশ বাড়ছে।

এদিকে, তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের বাণিজ্য বিভাগের পরিসংখ্যান অনুসারে, ২০১৮ সালে এই অঞ্চলের সেবা খাতে আমদানি ও রফতানির পরিমাণ ছিল ১৫ কোটি মার্কিন ডলার, যা ২০১৭ সালের চেয়ে ১৫.৪ শতাংশ বেশি।

৬. চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের শানতুং প্রদেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৫.৫ শতাংশ।

চলতি বছরের প্রথম দুই মাসে প্রদেশটির অর্থনীতিতে ধীরগতি লক্ষ্য করা গিয়েছিল। কিন্তু মার্চ মাস থেকেই অর্থনীতি ঘুরে দাঁড়াতে থাকে।

এদিকে, বছরের প্রথম প্রান্তিকে শানতুংয়ের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় ৪৫,৭২৩ কোটি ইউয়ানে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৫.১ শতাংশ বেশি।

৭. 'চীন-নেপাল আর্থ-বাণিজ্যিক ফোরাম, ২০১৯' সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে নেপালি প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি বলেন, তার দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করবে 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ।

তিনি আরও বলেন, এই উদ্যোগের ফলে নেপালে নতুন নুতন অবকাঠামো নির্মাণের সুযোগ সৃষ্টি হবে। আর সেক্ষেত্রে নেপালে বিনিয়োগের পরিবেশ উন্নত হবে। তিনি নেপালে বেশি বেশি বিনিয়োগ করতে চীনা শিল্প-প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বানও জানান।

এবারের ফোরামের মূল প্রতিপাদ্য ছিল: "নেপালে বিনিয়োগের সুযোগ ধরে রাখা এবং 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগসংক্রান্ত আর্থ-বাণিজ্যিক সহযোগিতা এগিয়ে নেওয়া"।

৮. ২৬ এপ্রিল শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের উত্পাদন খানিকটা বেড়েছে। দেশটির জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) সম্প্রতি এ তথ্য জানায়।

ইআইএ জানায়, ওই সপ্তাহে যুক্তরাষ্ট্র প্রতিদিন গড়ে ১২.৩ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল উত্পাদন করেছে।

ইআইএ-র পূর্বাভাস অনুসারে, চলতি বছর যুক্তরাষ্ট্র প্রতিদিন গড়ে ১২.৪ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল উত্পাদন করবে এবং ২০২০ সাল নাগাদ সেটা বেড়ে দাঁড়াবে দৈনিক ১৩/১ মিলিয়ন ব্যারেলে।

৯. এদিকে, ২০১৮ সালের জুলাই থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র প্রাকৃতিক গ্যাস আমদানি ২০১৭ সালের একই সময়ের চেয়ে ২৭২ শতাংশ বেশি ছিল। সম্প্রতি প্রকাশিত ইউরোপীয় কমিশনের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

পরিসংখ্যান অনুসারে, চলতি বছরের মার্চ মাসে ইইউ যুক্তরাষ্ট্র থেকে ১৪০ কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাস আমদানি করেছে, যা একটি নতুন রেকর্ড।

১০. ইরান ২০১৮ সালের মার্চে শুরু হওয়া অর্থবছরে ১৬,৩২৬ টন চা রফতানি করেছে। ৩৭টি দেশে ১৯ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের এই চা রফতানি করেছে দেশটি, ওজন ও মূল্যের দিক দিয়ে আগের বছরের চেয়ে যা যথাক্রমে ১১.৪ ও ২.৩ শতাংশ বেশি।

ভারত, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, ইরাক, কানাডা, অস্ট্রেলিয়া, স্পেন, চেক প্রজাতন্ত্র, আজারবাইজান ও জর্জিয়া হচ্ছে ইরানি চায়ের মূল ক্রেতা।

উল্লেক্য, ইরানের চা-শিল্পের সঙ্গে সরাসরি জড়িত কর্মীর সংখ্যা প্রায় ২ লাখ। সারাদেশে চায়ের ফ্যাক্টরি আছে ১৭৮টি।

১০. বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, "চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়নের জুলাই-ডিসেম্বর পর্যন্ত দেশের জিডিপি প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, আমদানি-রফতানি প্রবৃদ্ধিসহ অর্থনৈতিক সূচকসমূহ সন্তোষজনক পর্যায়ে রয়েছে।" তিনি সম্প্রতি জাতীয় সংসদের অধিবেশনে এক প্রতিবেদন উপস্থাপন করে এ কথা বলেন।

তিনি বলেন, বাজেট বাস্তবায়নে প্রবাসী আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, মুদ্রা বিনিময় হারসহ সামষ্টিক অর্থনেতিক সুচকসমূহ সঠিক পথেই রয়েছে। গত অর্থবছরের বাজেটের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের বাজেটের জুলাই-ডিসেম্বর পযর্ন্ত সময়ে এনবিআর কর রাজস্ব আদায় ৯.৪ শতাংশ বেড়েছে। একই সময়ে সরকারি ব্যয় বিগত একই সময়ের তুলনায় ১৮.৪১ শতাংশ বেড়েছে।

১১. ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের সুবিধার্থে স্থায়ী মার্কেট গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। সম্প্রতি রাজধানীর মাইডাস সেন্টারে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন আয়োজিত 'পঞ্চম ক্রেতা-বিক্রেতা সম্মেলন'-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এর মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য অর্জন সম্ভব হবে।

(আলিমুল হক)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040