সুরের ধারায়---'গায়ক' (২)
  2019-05-02 14:22:50  cri


চীনের হুনান টিভি স্টেশনের জনপ্রিয় একটি সংগীত প্রতিযোগিতার অনুষ্ঠান- 'গায়ক'। এতে অংশগ্রহণকারী সবাই বেশ বিখ্যাত বা পেশাদার গায়ক। এই অনুষ্ঠানটি খুব উচ্চ মানের গান ও উন্নত পরিবেশনার জন্য বিখ্যাত এবং চীনের জনপ্রিয় সংগীত অনুষ্ঠানের মধ্যে অন্যতম। চলতি বছর 'গায়ক' অনুষ্ঠান সপ্তম বছরে পা দিয়েছে। এর চূড়ান্ত প্রতিযোগিতা সম্প্রতি শেষ হয়েছে। বন্ধুরা, গত সপ্তাহের অনুষ্ঠানে আপনাদের 'গায়ক' সংগীতানুষ্ঠানের কয়েকজন গায়কের গান শুনিয়েছি; আজকের অনুষ্ঠানেও কয়েকজন গায়কের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং তাদের কিছু সুন্দর গান শোনাবো।

এ বছরের 'গায়ক' অনুষ্ঠান উল্লেখ করলে একজন গায়কের সঙ্গে পরিচয় করিয়ে দিতে হয়। তারা হচ্ছে 'সুপার ভোকাল' দল। দলে চারজন গায়ক আছে। অন্যান্য গায়কের মত পপ সংগীত নয়, তারা মিউজিক‍্যাল ও বেল ক্যান্টোর পেশাদার গায়ক। 'সুপার ভোকাল' দল তাদের মনোমুগ্ধকর ও আকর্ষণীয় পারফরমেন্সের মাধ্যমে সত্যি অনেক দর্শকের মন জয় করেছে।

বন্ধুরা, এখন শুনুন অনুষ্ঠানে তাদের পরিবেশিত গান 'হৃদয়'। গানটি চীনের বিখ্যাত মিউজিক্যাল অনুষ্ঠান 'প্রজাপতি'র একটি গান। তাদের কণ্ঠে প্রিয় মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার দুঃখ প্রকাশিত হয়েছে।  

অনুষ্ঠানের মাঝখানে যুক্ত হয় 'সুপার ভোকাল' দল। তারা যোগ্যতা দিয়ে চূড়ান্ত প্রতিযোগিতা পর্যন্ত উঠে যায়। আধুনিক গানে তাদের অনেক সম্ভাবনা প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এখন উপভোগ করুন অনুষ্ঠানে গাওয়া ইতালির বিখ্যাত বেল ক্যান্টো গায়কের জনপ্রিয় গান 'মেলোড্রামা' (melodrama)।

বেল ক্যান্টোর পাশাপাশি 'গায়ক' অনুষ্ঠানে লোকসংগীতও পরিবেশন করা হয়। চীনা গায়ক কোং লিন না চীনের বিখ্যাত লোকসংগীত কণ্ঠশিল্পী। তিনি চীনের নতুন সংগীতের প্রতিনিধি।

বন্ধুরা, শুনুন অনুষ্ঠানে কোং লিন না'র গাওয়া একটি সুন্দর চীনা লোকসংগীত 'প্রবাহিত ছোট নদী'। গানটি চীনা লোকসংগীতের প্রতিনিধিত্বকারী একটি গান। গানে রাতের চাঁদের দিকে তাকিয়ে প্রিয় মানুষকে মিস করার কথা বলা হয়। বন্ধুরা, চলুন গানটি শোনা যাক।

'গায়ক' অনুষ্ঠানে কোং লিন না'র পারফরমেন্স অনেকের কাছে খুব ভালো লেগেছে। চূড়ান্ত প্রতিযোগিতায় কোং লিন না চীনের বিশ্বখ্যাত বেল ক্যান্টো গায়ক শি ই চিয়ে ও বিখ্যাত বেইজিং অপেরা অভিনেতা ওয়াং ফে ইয়ু'র সঙ্গে চীনের প্রাচীন কবিতা 'শি চিং' বা 'কবিতার গ্রন্থ'-এর একটি কবিতা প্রদর্শন করেন। এখন শুনুন 'উ হুন' বা 'সেনার আত্মা' গানটি।

'গায়ক' অনুষ্ঠানে বিভিন্ন ধরনের সংগীতের পাশাপাশি বিভিন্ন দেশের গায়কও রয়েছেন। যেমন ব্রিটেনের গায়িকা জেসিকা, ভিয়েতনামের গায়িকা থান্ডি নাং, কাজাখস্তানের গায়ক দিমাশ খুদাই ইত্যাদি। আর চলতি বছরের অনুষ্ঠানে রাশিয়ার বিখ্যাত গায়িকা পোলিনা গাগারিনা ও বুলগেরিয়ার তরুণ গায়ক ক্রিস্টিনা কোস্তোভ অংশ নেন।

পোলিনা ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে থিম সং গেয়েছিলেন এবং তার নেতৃত্ব রাশিয়া ইউরোপীয় সংগীত প্রতিযোগিতায় রানার্স-আপ হয়েছিল। চীনের গায়ক অনুষ্ঠানে তিনি তার চমত্কার সংগীত প্রদর্শন করেন। বন্ধুরা, এখন শুনুন অনুষ্ঠানে পোলিনার গাওয়া গান 'এ মিলিয়ন ভয়েস (a million voice)।

১৯ বছর বয়সী তরুণী ক্রিস্টিনা বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় অনেক ভালো করেন। 'গায়ক' অনুষ্ঠানে তিনি চীনা দর্শকদের জন্য একটি চীনা গান 'চি দ্য' বা 'মনে রাখে' গেয়েছেন। তার গান এতই চমত্কার হয়েছে যে, তা মূল গানের চেয়েও বেশি জনপ্রিয়তা পেয়েছে। বন্ধুরা, এখন ক্রিস্টিনার গাওয়া গান 'চি দ্য' শুনবো।

মূলত, 'গায়ক' অনুষ্ঠানে অনেক ভালো গায়ক ও সুন্দর গান আছে। সবার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ কম। আজকের অনুষ্ঠানের শেষে আরও এক জনপ্রিয় প্রতিযোগী ব্যান্ড এস্কেপ প্ল্যানের (escape plan) গান 'আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা' শুনাবো। আশা করি, গানগুলো আপনারা পছন্দ করছেন।

(তুহিনা/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040