রোববারের আলাপন-190505
  2019-05-12 12:47:07  cri


আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন 'রোববারের আলাপন'। আপনাদের সঙ্গে আছি এনামুল হক টুটুল এবং শিয়েনান আকাশ।

আকাশ: বন্ধুরা, আপনাদের ছোটবেলার খেলাধুলার কথা কি মনে আছে? এটা এত আপন, এত এক্সাইটিং, তা কখনোই আমরা ভুলবো না, তাইনা? কিন্তু আসলে এসব খেলাধুলা এখনকার বাচ্চারা খুব কম খেলে বা একেবারে খেলে না। এজন্য আমরা এসব খেলাধুলা নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান তৈরি করবো, কেমন?

বন্ধুরা, এসব খেলাধুলার কথা মনে পড়লে মনে অনেক অনুভূতি তৈরি হয়। এসব খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের অতীত সময় ও বন্ধুদের জগতে ফিরে যাই। আমাদের সুখের শৈশবের সাথে এ সব খেলাধুলা ঘনিষ্ঠভাবে জড়িত।

টুটুল:...

ভাই, আপনার ছোটবেলার সবচেয়ে পছন্দের খেলাধুলার মধ্যে একটি কি?

আকাশ: diu sha bao , অর্থাত 'সা পাও' নিক্ষেপ করা।

টুটুল: সা পাও মানে?

আকাশ: সা পাও মানে কাপড়ের সেলাই করা একটি গোলাকার ব্যাগ। এর ভিতরে বালি রাখা।

এই খেলার নিয়ম খুবই সহজ। দুজন মুখোমুখি দাঁড়িয়ে থাকে, দু'জনের মধ্যে কয়েকজন থাকে। দুজনের মধ্যে একজন মানুষকে লক্ষ্য করে সা পাও নিক্ষেপ করে। মানুষ রানিং করে তা থেকে দূরে যায়। দুজনের আরেকজন সা পাও আবার নিক্ষেপ করে, তারপর সবাই রানিং করে তা থেকে দূরে যায়।

খেলা এরকম অব্যাহত থাকে। যদি সা পাও কাউকে আঘাত করে, তাহলে সে খেলায় হেরে যাবে। কেমন? সহজ এবং এক্সাইটিং, তাইনা? আমাদের স্কুল শেষে ডিনারের আগে, অথবা স্কুলে ক্লাসের ফাকে, আমরা এটা খেলতে থাকি। টুটুল, বাংলাদেশে এ ধরনের কোনো খেলা আছে?

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040