সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষায় পাকিস্তানকে দৃঢ়ভাবে সমর্থন দেবে চীন
  2019-04-30 19:04:26  cri
এপ্রিল ৩০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (মঙ্গলবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতিতে যত পরিবর্তনই ঘটুক না কেন, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষায় পাকিস্তানকে দৃঢ়ভাবে সমর্থন দিয়ে যাবে চীন।

মুখপাত্র বলেন, পাকিস্তান হচ্ছে চীনের সার্বক্ষণিক কৌশলগত সহযোগী। পাক প্রধানমন্ত্রী ইমরান খান সম্প্রতি দু'দেশের বন্ধুত্বকে 'লোহার মতো শক্ত' বলে আখ্যায়িত করেছেন। বস্তুত, পাকিস্তান ও চীন পরস্পরকে মৌলিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে দৃঢ়ভাবে সমর্থন দিয়ে আসছে।

তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ ও চরমপন্থা দমনে ব্যাপক প্রচেষ্টার জন্য পাক সরকার ও জনগণের ভূয়সী প্রশংসা করে চীন। সন্ত্রাসদমন ক্ষেত্রে পাকিস্তানের অবদানকে সঠিকভাবে মূল্যায়ন করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানায় বেইজিং। (ওয়াং হাইমান/আলিম/তুহিনা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040